বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Indian Football- নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!

Indian Football- নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!

ভারতীয় ফুটবল দলের কোচ ম্যানোলো মার্কুয়েজ। ছবি- পিটিআই (PTI)

ম্যানোলোর কথায়, ' প্রত্যেক ভারতীয় সহকারী কোচেরই লক্ষ্য থাকা উচিত দলের হেড কোচ হয়ে ওঠার। হতেই পারে শুরুর দিকে অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ দলের কোচিং করতে হবে।এরপর হয়ত সিনিয়র দলের সুযোগ পাওয়া যাবে।তবে দেশের ফুটবলের উন্নতিতে স্বদেশি কোচের উঠে আসা খুব দরকার,তাঁদের লক্ষ্য থাকতে হবে জাতীয় দলের কোচ হয়ে ওঠা '।

ভারতীয় ফুটবল দলের নবনিযুক্ত কোচ ম্যানোলো মার্কুয়েজে। জাতীয় দলের দায়িত্ব পালনের সঙ্গেই আইএসএলে এফসি গোয়াতেও কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। অর্থাৎ ফুটবলারদের মতো তিনিও খেলার সঙ্গেই যুক্ত থাকতে চান, অযথা বসে থাকতে চান না তিনি। স্প্যানিশ হাবাসকে পিছনে ফেলে এই পদে বসেছেন। যার ছেড়ে যাওয়া পদে তিনি বসছেন, সেই স্টিম্যাচ ছিলেন ১৯৯৮ ক্রোয়েশিয়া দলের বিশ্বকাপার। ভারতকে তেমন সাফল্য দিতে না পারলেও তাঁর নামের পাশে ছিল হাইপ্রোফাইল তকমা। ম্যানোলো অবশ্য সেই তালিকায় পড়েন না। তুলনায় আনকোরা ম্যানোলো বরাবরই অত্যন্ত নম্র এবং শান্ত স্বভাবের। দলের দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে ভারতীয় ফুটবলের প্রথম অসুখের খোঁজ পেলেন তিনি, সঙ্গে সঙ্গে বলে দিলেন ওষুধও।

আরও পড়ুন-কংগ্রেস-আপ কেউ কথা রাখেনি! রাজ্য সরকার উদাসীন, অভিযোগ অলিম্পিক্সে চতুর্থ হওয়া অর্জুনের…

ভারতীয় দলের নবনিযুক্ত কোচের মতে দেশের ফুটবলের উন্নতির জন্য দরকার ভালো স্বদেশি কোচও। ম্যানোলো বলছেন, ' শুধু ভারতে বলেই নয়, পৃথীবির সর্বত্র ফুটবলের উন্নতির জন্য কোচেদের উন্নতি অত্যন্ত প্রয়োজন। এক্ষেত্রে কোচিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা থাকা দরকার। তবে এটাও হতে পারে কারোর লাইসেন্স নেই, তার মানে এটা নয় যে সে বড় কোচ হতে পারবে না। আমি প্রায় চার মরশুম ধরে ভারতে কাজ করছি। আমি অনেক ভারতীয় কোচকে দেখেছি আসতে আসতে উন্নতি করতে। গত মরশুমে আমি দুজন ভারতীয় কোচকে আইএসএলে দেখেছি। থাংবই সিংটো হায়দরাবাদ এফসিতে এবং খালিদ জামিল জামশেদপুর এফসিতে। ক্লিফোর্ড মিরান্ডাও ওড়িশার এফসির হয়ে সুপার কাপ জিতেছিল  কয়েক বছর আগে। আমি অনেক প্রতিভাবান ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচদের দেখেছি শেষ চার বছরে। আমি এখন আরেকজন বেশ ভালো সহকারী কোচ গৌরমাঙ্গি সিংয়ের সঙ্গে কাজ করছি, ও নিজেও জাতীয় দলে দীর্ঘদিন খেলেছে। '

আরও পড়ুন-শুধু টাকা নয়, লাল বলে খেলার আগ্রহই নেই কারোর! টেস্ট না খেলার কারণ জানালেন রাসেল…

ম্যানোলোর কথায়, ' জাতীয় দলে আমি মহেশ গাওলির সঙ্গেও কাজ করব, যে খুব ভালো কোচ। আর জাতীয় দলের হয়েও কয়েকবছর আগে পর্যন্ত বেশ ভালো সার্ভিস দিয়েছে। তবে এটা শুধু জাতীয় দলের ক্ষেত্রে নয়, ক্লাবেরও মানা উচিত। প্রত্যেক ভারতীয় সহকারী কোচেরই লক্ষ্য থাকা উচিত দলের হেড কোচ হয়ে ওঠার কয়েক বছরের মধ্যে। হতেই পারে শুরুর দিকে অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ দলের কোচিং করতে হবে। এরপর হয়ত সিনিয়র দলের সুযোগ পাওয়া যাবে। তবে দেশের ফুটবলের উন্নতিতে স্বদেশি কোচের উঠে আসা খুব দরকার, তাঁদের লক্ষ্য থাকতে হবে জাতীয় দলের কোচ হয়ে ওঠা '।

আরও পড়ুন-টোকিয়োর কোয়ার্টার ফাইনাল লাইন আপ ফের খেলবে প্যারিসের শেষ আটে! ভারতের সামনে গ্রেট ব্রিটেন…

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৩১ রান ও ৫ উইকেট- ‘১৯ নভেম্বরের জুটি’-র তাণ্ডবে ৪৪ ওভারেই ৩১৬ তুলে জিতল অজিরা! Tata Steel World 25K Kolkata: ডিসেম্বরই শহরে বসছে আন্তর্জাতিক ম্যারাথন ইতালির হয়ে খেলেন ১৬ ম্যাচ, তাতেই ১৯৯০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, প্রয়াত তোতো রান-আউটই করে দিচ্ছিলেন! পন্তের কাছে ক্ষমা চাইলেন যশস্বী, পরে ডোবাচ্ছিলেন ঋষভ RG কর দুর্নীতিতে কীভাবে ‘গরিবের ডাক্তার’-র ডাক্তারের নাম জড়াল? হতবাক স্থানীয়রা নম্বরে গরমিল, রিভিউ পিটিশন করতে পারে SSC, উচ্চপ্রাথমিকে নিয়োগে ফের জটিলতা 'এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে', পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল ‘নিজেকে এলিয়েন মনে হয় না, ভাগ্যিস….’, লেভার কাপের কেন এরকম বললেন ফেডেরার? ‘তিন নম্বরে তোমায় দরকার’: রোহিত-গিল-কোহলির ব্যর্থতার পরেই ভাইরাল পূজারার ভিডিয়ো বিয়ে বাঁচাতে অমিতাভ-জয়ার থেকে আলাদা হবেন অভিষেক? জলসার কাছে কিনলেন নতুন সম্পত্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.