টানা দশটি ম্যাচে পরাজিত হওয়ার পরে নর্থইস্ট ইউনাইটেড চলতি লিগের প্রথম জয়টা পেয়ে গেল। বাগানের বিরুদ্ধে ১-০ গোলে জিতল তারা।
খেলা শেষ
০-১ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান। বড়দিনের আগে বড় গিফ্ট পেল নর্থইস্ট ইউনাইটেড এফসি।
৯০ মিনিটের খেলা শেষ
৯০ মিনিটে ০-১ গোলে পিছিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। ৬ মিনিটের অতিরিক্ত সময়ে কী হয় সেটাই দেখার।
বাকি এখনও ১০ মিনিট
৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। বাকি দশ মিনিটে কি গোল করে সমতায় ফিরতে পারবে এটিকে মোহনবাগান? বড়দিনের আগে কি হারের মুখোমুখি হতে হবে এটিকে মোহনবাগানকে? সময়ই দেবে এর উত্তর।
গোলললল
জর্ডনের গোলে পিছিয়ে গেল এটিকে মোহনবাগান। ম্যাচের ৬৯ মিনিটে দুরন্ত ক্রসকে হেড দিয়ে গোলের ঠিকানা খুঁজিয়েদেন উইলমার জর্ডন।
কিয়ান-ফারদিনের জুটিতে আক্রমণে ATKMB
কিয়ান ও ফারদিনকে দিয়ে আক্রমণ বাড়িয়ে দিল এটিকে মোহনবাগান। ম্যাচে বাকি আর ১৮ মিনিট, দেখা যাক শেষ কয়েক মিনিটে খেলার ফল কী হয়?
আবার একটা আক্রমণ করল ATKMB
ম্যাচের ৬৩ মিনিটে দারুণ একটা আক্রমণ করল এটিকে মোহনবাগান। এই আক্রমণ করলেন দিমিত্রিয়স পেট্রাটস।
এটা কী করলেন লিস্টন!
ম্যাচের ৫২ মিনিটে প্রায় গোলের রাস্তা খুঁজে পেয়েছিল এটিকে মোহনবাগান। লিস্টন কোলাসো প্রায় গোলের মুখ খুলে দিয়েছিলেন। কিন্তু সফল হতে পারেননি লিস্টন। তবে এই মুভের জন্য নর্থইস্টের গোলরক্ষক মির্শাদের কৃতিত্ব দিতেই হবে।
শুরু দ্বিতীয়ার্ধ
কিয়ান নাসিরিকে মাঠে নামালেন বাগানের কোচ। টাংড়ির জায়গায় নাসিরিকে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই নামলেন নাসিরি।
গোলের দেখা নেই
প্রথমার্ধের খেলা শেষ, এখনও কোনও দল গোল করতে পারেনি। তবে নর্থইস্ট এই ম্যাচে দারুণ করার চেষ্টা করছে। এখন দেখার শেষ ৪৫ মিনিটে কী হয়?
৩০ মিনিট: এটিকে মোহনবাগান-০, নর্থইস্ট ইউনাইটেড এফসি-০
৩০ মিনিটের খেলা শেষ হয়েছে কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। তবে শেষ ১০ মিনিটে নর্থইস্ট দারুণ আক্রমণ করেছিল। ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত খেলার রাশ হাইল্যান্ডার্সদের হাতে রয়েছে।
জর্ডনের আক্রমণ
অল্পের জন্য রক্ষা পেল এটিকে মোহনবাগান। ম্যাচের ২২ মিনিটে নর্থইস্টের জর্ডনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এই গোল যদি হত তাহলে চাপে পড়ে যেত এটিকে মোহনবাগান।
২০ মিনিট: এটিকে মোহনবাগান-০, নর্থইস্ট ইউনাইটেড এফসি-০
২০ মিনিটের খেলা শেষ হয়েছে কিন্তু এখনও গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।
কোনও দলই সে অর্থে সুযোগ তৈরি করতে পারেনি
১০ মিনিট- ১০ মিনিট গড়িয়ে গিয়েছে। কোনও দলই সে ভাবে কিছু করে উঠতে পারেনি। এটিকে মোহনবাগান চেষ্টা করছে। কিন্তু ভয়ঙ্কর রকম কিছু নয়। নর্থইস্ট ঘরের মাঠে খেললেও, আপাতত সে ভাবে নজর কাড়তে পারেনি।
খেলা শুরু
কারা জিতবে? নর্থইস্ট জেতার জন্য মরিয়া হয়ে থাকবে। নর্থইস্ট ১০টি ম্যাচের মধ্যে একটিও জেতেনি। এ দিকে এটিকে মোহনবাগানও কোনও ভাবেই পয়েন্ট নষ্ট করতে চাইবে না।
তিন বনাম এগারোর লড়াই
গুয়াহাটিতে হিরো আইএসএল টেবলের তিন নম্বর ও এগারো নম্বর দলের মধ্যে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করা যেত না, যদি এটিকে মোহনবাগান তাদের চেনা ছন্দে থাকত। কিন্তু তারা এখন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের এখন যা অবস্থা, তাতে টানা দশটি ম্যাচে হারা নর্থইস্ট ইউনাইটেড এফসি চলতি লিগের প্রথম জয়টা তাদের বিরুদ্ধেই পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
NEUFC বনামATKMB ম্যাচে আপনাদের স্বাগত
দেখে নিন দুই দলের হেড টু হেডের পরিসংখ্যান-ইন্ডিয়ান সুপার লিগে মোট সাত বার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান এবং নর্থইস্ট ইউনাইটেড। তার মধ্যে সবুজ-মেরুন বাহিনী পাঁচ বার জিতেছে, একবার নর্থইস্ট জিতেছে। এবং ড্র হয়েছে একবার। এ বার কি পরিসংখ্যানে কিছুটা ভারসাম্য আনতে পারবে নর্থইস্ট?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।