বুধবার পিএসজি বনাম অ্যাঙ্গার্সের ম্যাচের আগে অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকলো বিশ্ব ফুটবল। প্রয়াত ব্রাজিলীয় কিংবদন্তি পেলের শ্রদ্ধা জানিয়ে প্রস্তুতির সময় তাঁর মুখ আঁকা বিশেষ জামা পরলেন মেসি ও নেইমাররা। ফুটবল সম্রাট পেলের প্রয়াণে শোকাহত সকলেই। ম্যাচ শুরুর আগে তাঁর সম্মানার্থে এক মিনিট ধরে করতালি দেন ফুটবলাররা। রেকর্ড সৃষ্টিকারী তিনটি বিশ্বকাপ জেতা পেলে ২০২২ সালের ২৯ ডিসেম্বর সাও পাওলোতে ৮২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন।
বুধবার পিএসজি বনাম অ্যাঙ্গার্স ম্যাচে ২-০ গোলে সহজ ভাবে জয় পায় পিএসজি। এই ম্যাচে পিএসজির কোচ এমবাপেকে বিশ্রাম দিয়েছিলেন। তার ফলে তিনি আক্রমণ বিভাগ সাজিয়েছিলেন মেসি নেইমার ও একিতিকে নিয়ে। ৩-৪-২-১ ফরমেশনে দল সাজিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্টোফা গাল্টিয়ার। আক্রমণের সময় তা রূপান্তরিত হয়ে যাচ্ছিল ৪-৩-৩ ফর্মেশনে। ম্যাচের মাত্র ৫ মিনিটের মাথায় প্রথম গোল করে পিএসজি। লিওনেল মেসির ঠিকানা লেখা পাস থেকে গোল করতে ভুল করেননি একিতি।
ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ জয়ের পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে পিএসজিতে যাওয়ার পরে দর্শকরা তাঁর প্রতি কেমন আচরণ করবে তা নিয়ে চিন্তিত ছিল বিশ্ব ফুটবল মহল। তবে এদিন পার্ক দেস প্রিন্সেসের দর্শকরা দারুণভাবে স্বাগত জানিয়েছে বিশ্বকাপ জয়ীকে। মেসি মেসি আওয়াজে গর্জে ওঠে স্টেডিয়াম।
পাঁচ মিনিটের মাথায় একিতিকে দিয়ে গোল করালেন এবং ৭২ মিনিটে নিজে গোল করলেন। মেসি-নেইমার-র্যামোস নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে বল বাড়ায় মেসিকে তা গলির পরিণত করতে ভুল করেননি আর্জেন্টিনীয় অধিনায়ক। অ্যাঙ্গার্স ম্যাচে টিকতেই পারেনি বলা চলে। কয়েকবার চেষ্টা করলেও তা গোলে পরিণত করতে ব্যর্থ হন অ্যাঙ্গার্সের ফুটবলাররা।
ম্যাচের পর পিএসজির কোচ বলেন, ‘আজ আমরা আবার বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম। এটা পরিষ্কার যে মেসি যখন মাঠে আমাদের সঙ্গে থাকেন, তখন পরিস্থিতি অনেক বদলে যায়।’
পিএসজি বর্তমানে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগের অবস্থানের শীর্ষে রয়েছে। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের ১৬ রাউন্ডের খেলায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে মেসি- নেইমার-এমবাপে -র্যামোস-একিতি সহ তারকা খচিত লাইনআপ খেলাবে বলে মনে করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক