পিএসজি থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে লোনে সই করার সুযোগ প্রত্যাখ্যান করেছে বার্সেলোনা। এটি বোঝা গেছে যে পিএসজি চুক্তির অংশ হিসাবে নেইমারকে প্রস্তাব দিয়েছে, যা বার্সেলোনার ওসমান দেম্বেলেকে প্যারিসে চলে যেতে সাহায্য করবে। পিএসজি ডেম্বেলের জন্য ৫০ মিলিয়ন ইউরো প্রদান করবে বলে আশা করা হচ্ছে। যদিও এই পরিমাণের জন্য রিলিজ ক্লজের মেয়াদ ৩১ জুলাই শেষ হয়েছে। দেম্বেলে গত বছর বার্সেলোনার সঙ্গে তাঁর চুক্তি নবায়ন করেছিলেন।
নতুন চুক্তি অনুযায়ী আগামী বছরের ১ অগস্ট পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকতে পারবেন ডেম্বেলে। কিন্তু উইঙ্গার তাঁর জন্মভূমিতে ঘাঁটি স্থানান্তর করতে আগ্রহী ছিলেন এবং এই গ্রীষ্মে বার্সেলোনা ছাড়ার জন্য চাপ দিয়েছিলেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা যখন পিএসজির সঙ্গে দেম্বেলের সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় নিযুক্ত ছিল, ফরাসি দল তাদের একটি মরশুম-দীর্ঘ লোনের জন্য নেইমারকে গ্রহণ করার জন্য অনুরোধ করেছিল। তবে সেই প্রস্তাব সন্তুষ্ট করতে পারেনি ডিফেন্ডিং লা লিগা চ্যাম্পিয়নরা। মনে হচ্ছে বার্সেলোনা বস জাভির নেইমারকে প্রতিস্থাপন করার কোন ইচ্ছা নেই কারণ ব্রাজিলিয়ান আন্তর্জাতিক তাঁর পরিকল্পনার সঙ্গে খাপ খায় না, প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে ওসমান দেম্বেলে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন পিএসজিতে। দল-বদল বিষয়ক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য মতে দেম্বেলে এরই মধ্যে পিএসজিতে যেতে মৌখিকভাবে রাজি হয়েছেন। তবে ৩১ জুলাইয়ের মধ্যে দেম্বেলের সঙ্গে চুক্তি না হলে ট্রান্সফার ফি হিসেবে দ্বিগুণ অর্থ খরচ করতে হবে প্যারিসের ক্লাবটিকে। ৩১ জুলাইয়ের মধ্যে তাঁর চুক্তি হলে ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হত পিএসজিকে। আর এটি ১ অগস্ট হলে সেক্ষেত্রে বার্সাকে ১০০ মিলিয়ন ইউরো দিতে হবে পিএসজিকে। তবে ৫০ হোক বা ১০০ মিলিয়ন, দল বদলের বর্তমান বাজার ও দেম্বেলের ফর্ম অনুযায়ী এই মূল্য দিতে রাজি পিএসজি।
স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার সংবাদে বলা হয়েছে, বর্তমান চুক্তি অনুযায়ী, দেম্বেলেকে ট্রান্সফার ফির ৫০ শতাংশ দিতে হবে বার্সেলোনার। অর্থাৎ দেম্বেলেকে ১০০ মিলিয়ন ইউরোতে বিক্রি করলে বার্সার পকেটে ঢুকবে ৫০ মিলিয়ন ইউরো। ৫০ মিলিয়ন হলে বার্সা পাবে ২৫ মিলিয়ন। আর এই মূল্যে দেম্বেলের বিকল্প খেলোয়াড় পাওয়া কঠিনই হবে বার্সার জন্য। এর আগে ২০১৭ সালে বার্সেলোনার সঙ্গে প্রায় একই ঘটনা ঘটেছিল। সেবার রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ 'অ্যাকটিভ' করে নেইমারকে কিনে নিয়েছিল পিএসজি। এত বিশাল পরিমাণ অর্থ পেলেও ব্রাজিলিয়ান তারকার বিকল্প পায়নি কাতালান ক্লাবটি। এখন প্রশ্ন হল যদি নেইমারকে তারা দলে না নেয় তাহলে দেম্বেলের বিকল্প পাবে তো বার্সেলোনা? কারণ এই মুহূর্তে বার্সেলোনার কোচ বলে দিয়েছেন যে নেইমারের তাদের পরিকল্পনাতে নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।