২০২৬ সালে শেষ বিশ্বকাপ খেলবেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাই কেটেছে চোট আঘাতে। বারবার গুরুতর আঘাত পেয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তবে একবার শেষবার দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে নামতে চান তিনি। CNN-কে দেওয়া এল সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ শট, আমার শেষ সুযোগ এবং তাই আমি নিজের সেরাটা দিতে চাই।’ প্রায় এক বছরের বেশি সময় ধরে নেইমারকে ব্রাজিলের হয়ে ফুটবল খেলতে দেখা যায়নি। এই মুহূর্তে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপে বেশ চাপে রয়েছে তাঁর দেশ। এবার ভালো পারফরম্যান্স করতে পারেননি ভিনিসিয়াসরা। ১৮টি ম্যাচের মধ্যে ১২টি খেলার পর তারা এখন গ্রুপে ৫ নম্বরে রয়েছে।
তবে নেইমার আশাবাদী যে তাঁর দেশ ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। তিনি বলেন, ‘আমার দলের উপর পুরো বিশ্বাস আছে। দলের প্রত্যেকে প্রতিভাবান এবং তরুণ। এটা ঠিক যে আমাদের যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নেই। আমি বিশ্বাস করি আমরা একত্রে বড় কিছু অর্জন করার ক্ষমতা রাখি। আমাদের হাতে এখনও বেশ কিছুটা সময় রয়েছে, আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য।’ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। তারপর তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। যেই কারণে গতবছর পুরোটাই মাঠের বাইরে কাটাতে হয় নেইমারকে। চোট পাওয়ার আগে ব্রাজিলের হয়ে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুর চারটি ম্যাচ খেলেছিলেন তিনি।
এরপর ২০২৪-এর শেষের সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। তবে দুই ম্যাচ খেলার পর ফের হ্যামস্ট্রিংয়ে চোট পান নেইমার। তারপর থেকে এখনও পর্যন্ত খেলতে দেখা যায়নি তাঁকে। নেইমার বলেন, ‘আমি খেলতে চাই (ফিফা বিশ্বকাপ), আমি আমার তরফ থেকে সব রকম চেষ্টা করছি। আমি কঠোর পরিশ্রম করছি যাতে ব্রাজিলের দলে ফিরে আসতে পারি।’ সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানান, মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। একটা সময় এই ত্রয়ী বার্সেলোনার হয়ে দাপটের সঙ্গে খেলে গেছেন। নেইমার বলেন, ‘অবশ্যই মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলাটা দারুন অনুভূতি।’ ক্লাব পরিবর্তনের জল্পনা উস্কে দিয়ে তিনি বলেন, ‘আমি সৌদি আরবে খুশি, তবে ভবিষ্যৎ কে বলতে পারে? ফুটবল চমকে ভরপুর।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।