ইরানে খেলতে না যাওয়ায় কোনও আর্থিক জরিমানার মুখে পড়তে হবে না মোহনবাগানকে। তবে এই মরশুমে আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার মোহনবাগানের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আজ এএফসির তরফে বার্তা দেওয়া হয়েছে যে সবুজ-মেরুন ব্রিগেডের তরফে যে আবেদন করা হয়েছিল, সেটাকে ‘অভূতপূর্ব পরিস্থিতি’ (অনুমান করা যায় না এমন পরিস্থিতি, যা নিয়ন্ত্রণের বাইরে) হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি কম্পিটিশন কমিটি। আর সেই পরিস্থিতিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র নিয়মাবলীর ৫.৭ ধারা অনুযায়ী মোহনবাগানকে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে না। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র নিয়মাবলীর ৫.৫ ধারা এবং ৫.৬ ধারা অনুযায়ী ‘অভূতপূর্ব পরিস্থিতি’ হলেও মোহনবাগান চলতি মরশুমে সেই প্রতিযোগিতায় আর খেলতে পারবে না।
চূড়ান্ত দ্বিচারিতার অভিযোগ AFC-র বিরুদ্ধে
মোহনবাগানকে জরিমানা করা না হলেও দ্বিচারিতা এবং চূড়ান্ত পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছে, সেটা মুছে ফেলতে পারবে না এএফসি। গত ২ অক্টোবর ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। কিন্তু সেইসময় ইজরায়েল এবং ইরানের সংঘাতের জেরে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে ম্যাচটি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। আর যেদিন মোহনবাগানের ম্যাচ ছিল, ঠিক সেদিনই ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।
বাকিদের ম্যাচ সরানো হল, মোহনবাগানকে সরানো হল কেন?
অথচ কয়েকদিন পরে বিবৃতি জারি করে মোহনবাগানকেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বের করে দেয় এএফসি। সেই এএফসিই আবার মোহনবাগানের গ্রুপে থাকা তাজিকিস্তানের ক্লাব রাভশানকে ইরানে যেতে হবে না বলে জানায়। ২৩ অক্টোবর ইরানে যে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল রাভশানের, সেটাকে তাজিকিস্তানের ক্লাব দলের হোম ম্যাচ করে দেয় এএফসি।
শুধু তাই নয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট পর্যায়ের ম্যাচ খেলতে ইরানের তেহরানে যাওয়ার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসেরের। কিন্তু সেটা দুবাইয়ে সরিয়ে দেওয়া হয়। যেখানে কাতারের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলেছে ইরান। আর তার জেরে প্রশ্ন উঠতে শুরু করে যে মোহনবাগান খেলোয়াড়রা কি বুলেটপ্রুফ বা ক্ষেপণাস্ত্র আটকানো স্টেডিয়ামে খেলতে নামতেন?
কে উত্তর দেবে?
সেইসব প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। আর এই প্রশ্নেরও উত্তর মেলেনি, যে দলটা আগের মরশুমে ভালো পারফরম্যান্সের সুবাদে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে, তাদের কেন সম্পূর্ণ ভিন্ন একটা কারণে সেই প্রতিযোগিতা থেকে সরে যেতে হবে?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।