ঝুলে রইল কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসির ম্যাচ। সন্তোষ ট্রফি শেষ না হওয়া পর্যন্ত CFL খেলবে না ডায়মন্ড হারবার, স্পষ্ট IFA-কে এই কথা জানিয়ে দিয়েছেন DHFC-র সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়। এখন কবে শেষ করবে লিগ তা নিয়ে ধন্ধে পড়ে গিয়েছে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। মঙ্গলবার IFA সচিব অনির্বান দত্ত ইস্টবেঙ্গল, মহামেডান এবং ডায়মন্ড হারবার ক্লাবের কর্তাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন, যাতে তাঁরা ৭দিন পর ম্যাচ খেলে নেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্লাবগুলিকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তবে বুধবার ডায়মন্ড হারবার ক্লাবের তরফে জানানো হয়েছে, সন্তোষ ট্রফি না শেষ হলে তাদের পক্ষে লিগের বাকি ২টি ম্যাচ খেলা সম্ভব হবে না।
একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী আকাশ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের দলের ৮ ফুটবলার বাংলা সহ একাধিক রাজ্যের হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করছে। এবারের CFL জেতার অন্যতম দাবিদার আমরাও। তাই আমাদের সব ফুটবলার ফিরে না এলে আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। কারণ আমরা আমাদের শেষ দু'টি ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে আমাদের কোচও উপস্থিত নেই। তিনি ছুটি কাটাতে গিয়েছেন, ফিরবেন ১২ ডিসেম্বর। আমরা ডিসেম্বরে আই লিগ ২ খেলার জন্য প্রস্তুতি শুরু করব। তখনই কলকাতা লিগের বাকি ম্যাচগুলি খেলব। এর আগে আমাদের পক্ষে খেলা সম্ভব হবে না।’ বিষয়টি নিয়ে IFA-কে জানিয়েছে ডায়মন্ড হারবার এফসি। কিন্তু এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি IFA। তবে শুধু ডায়মন্ড হারবার নয়, ইস্টবেঙ্গল-মহামেডানের ফুটবলাররাও সন্তোষ ট্রফি খেলতে ব্যস্ত রয়েছেন।
প্রসঙ্গত, কলকাতা লিগের পয়েন্ট টেবিলে ১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ২ নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। বর্তমানে ১৫টি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। জয় পেয়েছে ১৩টিতে, ড্র করেছে ২টিতে। পরাজিত হয়নি একটিতেও। লাল-হলুদের পয়েন্ট সংখ্যা ৪৩। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলেছে ডায়মন্ড হারবার এফসিও। তারা জয় পেয়েছে ১২টিতে, ড্র করেছে ৩টিতে। একটাও ম্যাচ হারেনি তারাও। তাদের পয়েন্ট সংখ্যা ৩৯। অন্যদিকে ৩, ৪, ৫ এবং ৬ নম্বরে যথাক্রমে রয়েছে ভবানীপুর এফসি, কলকাতা কাস্টমস, সুরুচি সংঘ এবং মহামেডান এফসি। তবে চ্যাম্পিয়নশিপের দৌড়ের বাইরে রয়েছে তারা। ইতিমধ্যেই নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে কাস্টমস এবং সুরুচি সংঘ। ভবানীপুর এবং মহামেডানের বাকি রয়েছে ১টি করে ম্যাচ। তাই মূলত কাপ দখলের লড়াই ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।