মঙ্গলবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে খবর আসে যে, মহমেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা তাদের আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) হোম ম্যাচের জন্য চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে ১৫ জানুয়ারি অনুশীলন বয়কট করেছেন। খেলোয়াড়রা নাকি অভিযোগ করে বলেছেন যে তিন মাসের বকেয়া বেতন না দেওয়ার প্রতিবাদে তারা অনুশীলন বয়কট করেছিলেন।
আরও বলা হয় যে, যদি ক্লাব ম্যানেজমেন্ট ১৫ জানুয়ারির মধ্যে বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে খেলোয়াড়রা প্রশাসনের কাছ থেকে যথাযথ পদক্ষেপ দেখতে পাননি এবং সেই কারণে অনুশীলনে অংশগ্রহণ করেননি।
এই খবরটি মহমেডানের আইএসএল-এ পুনরুত্থান ঘটানোর সময় সামনে আসে, যেহেতু তারা তিন ম্যাচে অপরাজিত রয়েছে। যদিও তারা টেবিলের দ্বিতীয় থেকে শেষ স্থানে রয়েছে, হায়দরাবাদ এফসি তাদের নীচে রয়েছে, কোচ আন্দ্রে চেরনিশভ ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করছেন। এমন পরিস্থিতিতে, খেলোয়াড়দের বকেয়া বেতন নিয়ে অনুশীলন বয়কটের রিপোর্টে বিস্ময় সৃষ্টি হয়েছে। তবে মহমেডান এসসি এই গুজবগুলি খারিজ করেছে।
আরও পড়ুন… BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর, উঠল IPL বেতন ইস্যু
টাইমস অব ইন্ডিয়া.কম-এর সঙ্গে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মহমেডান এসসির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ এই দাবি খারিজ করেছেন। ময়দান রাজু নামে পরিচিত মহমেডান কর্তা বলেন, ‘যে রিপোর্টগুলো এসেছে তা সব মিথ্যা এবং ভিত্তিহীন, এবং এগুলো ফেসবুকে তৈরি করে পোস্ট করা হচ্ছে। এমন কোনও সমস্যা নেই যে খেলোয়াড়দের বেতন দেওয়া হয়নি। সব খেলোয়াড়কে বেতন দেওয়া হচ্ছে। যদি খেলোয়াড়দের বেতন না দেওয়া হত, তবে আমরা নতুন খেলোয়াড় কেন সই করতাম?’
ইশতিয়াক আহমেদ আরও স্পষ্টভাবে বলেছেন যে, ‘অনুশীলন চলছে এবং সাধারণভাবে চলছে। সব খেলোয়াড়ই অনুশীলনে অংশ নিচ্ছেন।’ তবে আর্থিক বিষয়ে গুজব সম্পর্কে আহমেদ আরও জানান, ‘আমাদের পেমেন্ট স্ট্রাকচার পরিবর্তন করা হয়েছে। আগে আমরা খেলোয়াড়দের মাস শেষ হওয়ার আগে অগ্রিম পেমেন্ট করতাম, কিন্তু এখন আমাদের ফলাফলের প্রয়োজন। এটা অসম্ভব যে, বিনিয়োগকারীরা ফলাফল না পেয়ে পেমেন্ট চালিয়ে যাবেন।’
আরও পড়ুন… BPL 2024-25: চেক বাউন্স করেছে, অবশেষে বকেয়া বেতন না পেয়ে অনুশীলন বাতিল করল দুর্বার রাজশাহী
আহমেদ বিস্তারিত বলেন, ‘আমাদের ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা ছিল। আগে, আমরা সব খেলোয়াড়কে ইনসেনটিভ দিতাম। কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কেবলমাত্র যারা ভালো পারফর্ম করবে, তাদেরই ইনসেনটিভ দেওয়া হবে। খেলোয়াড়দেরও জানানো হয়েছে যে, যদি তারা ভালো পারফর্ম না করে, তবে তাদের ইনসেনটিভ কাটা যাবে।’
কিছু খেলোয়াড় আইএসএলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন না, যাদের কিছু ইনজুরি বা নিষেধাজ্ঞার কারণে বাইরে থাকতে হয়েছে। এর ফলে ক্লাবটি ইনসেনটিভ পেমেন্টের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। তিনি বলেন, ‘গত মাসে, অগ্রিম পেমেন্ট করা হয়নি, তবে আগের মাসের পেমেন্ট এই মাসে পরিশোধ করা হয়েছে। আগে আমরা অগ্রিম পেমেন্ট করতাম, কিন্তু এখন তা আর হচ্ছে না।’
অন্যদিকে, খেলোয়াড়দের অনুশীলন বয়কটের গুজব খারিজ করে আহমেদ আরও স্পষ্ট করেন, ‘সব খেলোয়াড়ই অনুশীলনে অংশ নিচ্ছেন। যে রিপোর্টগুলো ছড়াচ্ছে, সেগুলো ধারণা করছে যে আর্থিক কারণে খেলোয়াড়রা অনুশীলনে আসেননি, কিন্তু তা সত্য নয়। কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল, আর কিছু ফুটবলার ইনজুরির কারণে অনুশীলনে ছিলেন না। এই কারণে কোচ তাদের অনুশীলনে অংশগ্রহণের জন্য অন্তর্ভুক্ত করেননি।’
আহমেদ আরও নিশ্চিত করেছেন যে ক্লাবে কোনও গোপন আর্থিক সমস্যা নেই। তিনি বলেন, ‘কোনও আর্থিক সমস্যা নেই। যদি থাকত, আমরা তা অবশ্যই খোলাখুলি সমাধান করতাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।