বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > PSG-র বিরুদ্ধে ৫৫ মিলিয়ন ইউরোর পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে উয়েফার দ্বারস্থ কিলিয়ান এমবাপে

PSG-র বিরুদ্ধে ৫৫ মিলিয়ন ইউরোর পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে উয়েফার দ্বারস্থ কিলিয়ান এমবাপে

উয়েফার দ্বারস্থ কিলিয়ান এমবাপে (ছবি:AFP)

পিএসজির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে কয়েক মাস হল। কিন্তু আদৌও কি সম্পর্ক ছিন্ন হয়েছে ! এই প্রশ্ন উঠবেই। কারণ ইতিমধ্যে তাঁর পুরনো ক্লাব পিএসজির বিরুদ্ধে তিনি উয়েফার দ্বারস্থ হয়েছেন। তাঁকে এখনো তাঁর পারিশ্রমিক বাবদ ৫৫ মিলিয়ন ইউরো এখনও ক্লাব দেয়নি বলে অভিযোগ।

শুভব্রত মুখার্জি:- রিয়াল মাদ্রিদের জার্সিতে ইতিমধ্যেই অভিষেক হয়ে গিয়েছে ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। অভিষেক ম্যাচেই তিনি রিয়ালের জার্সিতে গোলও করেছেন। জিতেছেন সুপার কাপের শিরোপাও। পিএসজির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে কয়েক মাস হল। কিন্তু আদৌও কি সম্পর্ক ছিন্ন হয়েছে ! এই প্রশ্ন উঠবেই। কারণ ইতিমধ্যে তাঁর পুরনো ক্লাব পিএসজির বিরুদ্ধে তিনি উয়েফার দ্বারস্থ হয়েছেন। তাঁকে এখনো তাঁর পারিশ্রমিক বাবদ ৫৫ মিলিয়ন ইউরো এখনও ক্লাব দেয়নি বলে অভিযোগ। পিএসজির প্রোমোটার কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি।

আরও পড়ুন… ৯টি ছক্কা ও ১৩টি চার! ৪৮ বলে অপরাজিত ১২৪ রান করে নির্বাচকদের বড় বার্তা দিলেন ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটার

তাদের বিরুদ্ধে এমবাপের অভিযোগ তাঁর শেষ তিন মাস অর্থাৎ এপ্রিল,মে,জুন মাসের বেতন এখনো দেয়নি পিএসজি। ওই সময়ের 'এথিক্যাল বোনাস'ও তাঁকে দেওয়া হয়নি। পাশাপাশি সাইনিং বোনাস অর্থাৎ সই করার জন্য যে বোনাস তাঁর প্রাপ্য ছিল তাঁর এক তৃতীয়াংশ (৩৬ মিলিয়ন ইউরো) এখনো তাঁকে দেওয়া হয়নি। যা আশা করা হয়েছিল তিনি ফেব্রুয়ারি মাসেই পাবেন। ফরাসি সংবাদপত্রের খবর অনুযায়ী এই বিষয়ে একটি অফিসিয়াল নোটিসও এমবাপের তরফে পিএসজিকে দেওয়া হয়েছে। ফরাসি প্রফেশনাল লিগের লিগ্যাল কমিটিতেও এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন এমবাপে। পাশাপাশি উয়েফার দ্বারস্থও হয়েছেন তিনি। ফ্রান্সের প্রফেশনাল ফুটবল চার্টারের ২৫৯ নম্বর আর্টিকেলকে তুলে ধরে তিনি এই চিঠি দিয়েছেন।

আরও পড়ুন… বুমরাহকে ঠিক কী শেখাতে পারবেন মর্নি মর্কেল? উত্তর দিলেন ভাই অ্যালবি

এই ধারাতে বলা রয়েছে যে চুক্তি অনুযায়ী একজন প্রফেশনাল ফুটবলারকে প্রতি মাসের শেষ তারিখে তাঁর বেতন দিতে হবে। সেই ধারাকে মানেনি পিএসজি।তারপরেই বিষয়টি গিয়েছে উয়েফার কাছে। ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের মারফত তা পাঠানো হয়েছে উয়েফার কাছে। উল্লেখ্য সাত বছর পিএসজিতে কাটানোর পরে এমবাপে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। পিএসজি এবং এমবাপের সম্পর্ক একেবারে শেষদিকে এসে তলানিতে মিশে যায়। পিএসজি সভাপতি নাসার আল খেলাইফি এবং এমবাপের মৌখিক কথা কাটাকাটিও হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ২০১৮ সালে ফ্রান্সের হয়ে ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছেন এমবাপে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালেও তিনি দেশের হয়ে ফাইনালে খেলেছিলেন। কিন্তু সেবার পেনাল্টি শুট আউটে তাদের হারতে হয় আর্জেন্তিনার কাছে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাংলাদেশের শক্তিপীঠে যশোরেশ্বরী দেবীর মুকুট চুরি, ২০২১ সালে উপহার দিয়েছিলেন মোদী শুক্রবার সন্ধ্যায় ধর্মতলায় গণ সমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের শাড়ি নয়, একদম অন্য সাজে মুম্বইয়ের দুর্গা মণ্ডপে সুস্মিতা! সঙ্গে রোমান ও মেয়ে হরিয়ানায় BJP-কে সমর্থন সাবিত্রী জিন্দাল- সহ আরও ২ নির্দল বিধায়কের, আসন বেড়ে ৫১ অমলেট ভাজা নিয়ে বচসা, সহকর্মীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল নিরাপত্তারক্ষী অনলাইনে দড়ি অর্ডার, তারপর আত্মঘাতী IIT কানপুরের পড়ুয়া ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.