শুভব্রত মুখার্জি:- রিয়াল মাদ্রিদের জার্সিতে ইতিমধ্যেই অভিষেক হয়ে গিয়েছে ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। অভিষেক ম্যাচেই তিনি রিয়ালের জার্সিতে গোলও করেছেন। জিতেছেন সুপার কাপের শিরোপাও। পিএসজির সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে কয়েক মাস হল। কিন্তু আদৌও কি সম্পর্ক ছিন্ন হয়েছে ! এই প্রশ্ন উঠবেই। কারণ ইতিমধ্যে তাঁর পুরনো ক্লাব পিএসজির বিরুদ্ধে তিনি উয়েফার দ্বারস্থ হয়েছেন। তাঁকে এখনো তাঁর পারিশ্রমিক বাবদ ৫৫ মিলিয়ন ইউরো এখনও ক্লাব দেয়নি বলে অভিযোগ। পিএসজির প্রোমোটার কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানি।
তাদের বিরুদ্ধে এমবাপের অভিযোগ তাঁর শেষ তিন মাস অর্থাৎ এপ্রিল,মে,জুন মাসের বেতন এখনো দেয়নি পিএসজি। ওই সময়ের 'এথিক্যাল বোনাস'ও তাঁকে দেওয়া হয়নি। পাশাপাশি সাইনিং বোনাস অর্থাৎ সই করার জন্য যে বোনাস তাঁর প্রাপ্য ছিল তাঁর এক তৃতীয়াংশ (৩৬ মিলিয়ন ইউরো) এখনো তাঁকে দেওয়া হয়নি। যা আশা করা হয়েছিল তিনি ফেব্রুয়ারি মাসেই পাবেন। ফরাসি সংবাদপত্রের খবর অনুযায়ী এই বিষয়ে একটি অফিসিয়াল নোটিসও এমবাপের তরফে পিএসজিকে দেওয়া হয়েছে। ফরাসি প্রফেশনাল লিগের লিগ্যাল কমিটিতেও এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন এমবাপে। পাশাপাশি উয়েফার দ্বারস্থও হয়েছেন তিনি। ফ্রান্সের প্রফেশনাল ফুটবল চার্টারের ২৫৯ নম্বর আর্টিকেলকে তুলে ধরে তিনি এই চিঠি দিয়েছেন।
আরও পড়ুন… বুমরাহকে ঠিক কী শেখাতে পারবেন মর্নি মর্কেল? উত্তর দিলেন ভাই অ্যালবি
এই ধারাতে বলা রয়েছে যে চুক্তি অনুযায়ী একজন প্রফেশনাল ফুটবলারকে প্রতি মাসের শেষ তারিখে তাঁর বেতন দিতে হবে। সেই ধারাকে মানেনি পিএসজি।তারপরেই বিষয়টি গিয়েছে উয়েফার কাছে। ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের মারফত তা পাঠানো হয়েছে উয়েফার কাছে। উল্লেখ্য সাত বছর পিএসজিতে কাটানোর পরে এমবাপে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। পিএসজি এবং এমবাপের সম্পর্ক একেবারে শেষদিকে এসে তলানিতে মিশে যায়। পিএসজি সভাপতি নাসার আল খেলাইফি এবং এমবাপের মৌখিক কথা কাটাকাটিও হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ২০১৮ সালে ফ্রান্সের হয়ে ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছেন এমবাপে। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালেও তিনি দেশের হয়ে ফাইনালে খেলেছিলেন। কিন্তু সেবার পেনাল্টি শুট আউটে তাদের হারতে হয় আর্জেন্তিনার কাছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।