এবার প্রথমবারের মতো আইএসএল খেলবে মহামেডান। তার আগে দল গঠনে চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে ম্যানেজমেন্টের তরফে। নিজেদের রক্ষণভাগকে আরও মজবুত করতে সই করালেন রোনাল্ডোর দেশের ফুটবলার নুনো রেইসকে। তিনি আবার মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার জেমি ম্যাকলারেনের সতীর্থ। দু'জনই এর আগে অস্ট্রেলিয়া এ-লিগে মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলতেন।
ক্লাব কর্তাদের সূত্রে খবর, ইতিমধ্যেই নুনোর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ভিসার প্রক্রিয়া যদি ঠিক সময় শেষ হয় তাহলে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগেই শহরে চলে আসতে পারেন তিনি। ১৬ সেপ্টেম্বর কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মহামেডান।
নুনো রেইস মেলবোর্ন সিটি এফসির হয়ে তিন বছর খেলেছেন। এরমধ্যে দু'বার এ-লিগ জিতেছেন। দলের হয়ে নিয়মিত প্রথম একাদশে খেলতেন তিনি। পর্তুগালের স্পোর্টিং সিপি যুব দল থেকে তাঁর উত্থান। এই দলের হয়েই নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন নুনো। একই সঙ্গে সেন্ট্রাল ডিফেন্ডার ও রাইট ব্যাক পজিশনে খেলতেও পারদর্শী।জানা গিয়েছে ১ বছরের চুক্তিতে মহামেডানে সই করেছেন নুনো। সবকিছু ঠিক থাকলে আইএসএলের একদম প্রথম পর্বের ম্যাচ থেকেই তাঁকে সাদা কালো জার্সিতে মাঠে দেখা যেতে পারে।
মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার আব্দুল কাদেরি চোট পাওয়ায় নতুন ফুটবলারের সন্ধান শুরু করেছিল মহামেডান। এর পরই তড়িঘড়ি যোগাযোগ করা হয় পর্তুগিজ তারকার সঙ্গে। নতুন ফুটবলারকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত মহামেডান সমর্থকরা। এই বছর প্রথমবার আইএসএল খেলবে তারা।সুতরাং উন্মাদনা অনেকটাই বেশি।
প্রসঙ্গত, গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হয় মহামেডান। এর পরই আইএসএলে নিজেদের জায়গা পাকা করে সাদা-কালো ব্রিগেড। মাঝে বিনোয়োগ নিয়ে সমস্যা দেখা গেলেও পরবর্তীতে সব জটিলতা কাটিয়ে এখন খেলতে নামার জন্য প্রস্তুত তারা।
অন্যদিকে এবছর কলকাতা লিগের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে সাদা-কালো বাহিনী। বুধবার ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ ছিল মহামেডানের। কিন্তু দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে জল জমে যায় মাঠে। ফলে স্থগিত হয় ম্যাচটি। বৃহস্পতিবার ফের বাকি খেলাটি অনুষ্ঠিত হয় নৈহাটিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।