শুরুটা ভালো না হলেও ISL-এ এখন দারুন ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে সামনে। শেষ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী তাদের ফুটবলাররা। সবুজ মেরুনের পরবর্তী ম্যাচ রয়েছে ১০ নভেম্বর, প্রতিপক্ষ ওড়িশা এফসি। সেই ম্যাচ জিততে পারলেই শীর্ষে থাকা বেঙ্গালুরুর সঙ্গে সমান পয়েন্ট হয়ে দাঁড়াবে তাদের। রবিবার লিগে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছে ওড়িশা। তাই আসন্ন ম্যাচে মোলিনা ব্রিগেডকেই ফেভারিট মনে করা হচ্ছে। তবে মোহনবাগানের মাথা ব্যাথার কারণ ম্যাচ নয়, বরং এক ফুটবলার। তিনি হলেন নুনো রেইস। মূলত AFC চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার জন্য সপ্তম বিদেশি হিসেবে তাঁকে দলে সই করিয়েছিল MBSG ম্যানেজমেন্ট। প্রায় দেড় মাস ধরে দলের সঙ্গে রয়েছেন তিনি। প্র্যাক্টিস করছেন দলের বাকি ফুটবলারদের সঙ্গে। কিন্তু এখনও তাঁকে ISL-এ রেজিস্ট্রেশন করানো হয়নি।
আগে মেলবোর্ন সিটির হয়ে খেলতেন নুনো। প্রথমে মহামেডান এসসিতে যোগদানের কথা থাকলেও শেষ মুহূর্তে তাঁকে তুলে নিয়ে চমক দেয় মোহনবাগান। তবে এখনও ISL-এ খেলা হয়ে ওঠেনি এই ডিফেন্ডারের। কারণ, ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৬ জন বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে ক্লাবগুলো। ইতিমধ্যেই মোহনবাগান জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ড, টম আলড্রেড, আলবার্তো রদ্রিগেজ এবং জেসন কামিন্সকে ISL-এ রেজিস্ট্রেশন করিয়েছে। তাঁরা প্রত্যেকেই ভালো ফর্মে রয়েছেন এবং ফিট রয়েছেন। তাই এখন তাঁদের কাউকে দল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। প্রথমে ভাবা হচ্ছিল দলে আক্রমণভাগের ফুটবলার বেশি হয়ে যাওয়ায় কামিন্সের জায়গায় নুনোকে রেখে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে তাঁর সঙ্গে কোনও ভাবেই চুক্তি ভাঙা সম্ভব নয়। তাই আপাতত নুনোকে গ্যালারিতে বসে ম্যাচ দেখেই কাটাতে হবে।
ইরানে খেলতে না যাওয়ার কারণে ইতিমধ্যেই মোহনবাগানকে চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে AFC। সরকারিভাবে বিবৃতিও জারি করা হয়েছে। আর এরকম পরিস্থিতিতে আর মোহনবাগানে থাকতে চাইছেন না নুনো। তিনি এই ভাবে বসে থাকতে পছন্দ করছেন না। নিজের ক্যারিয়ারে এর আগে এই ভাবে কোনও দিন বসে বসে বেতন নেননি তিনি। এই অবস্থায় তাঁকে অন্য কোনও ক্লাবকে লোনে দেওয়া যায় কিনা সেই সম্ভাবনা খতিয়ে দেখছে বাগান ম্যানেজমেন্ট। কিন্তু মোলিনা চাইছেন না তাঁকে ছেড়ে দিতে। তিনি ভাবছেন কোনও রক্ষণ ভাগের বিদেশি খেলোয়াড় যদি চোট পান তাহলে নুনোকে তৎক্ষণাৎ রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। তবে শেষ পর্যন্ত কী হবে, পুরোটাই নির্ভর করবে নুনোর ইচ্ছার উপর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।