ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচে শিরোনামে উঠে এসেছিল জিকসন সিংয়ের লাল কার্ড। ওড়িশার ফুটবলার দিয়েগো মরিসিও-কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল জিকসনকে। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন লাল-হলুদ সমর্থকরা। শুধু তাই নয়, ক্ষোভ উগরে দেন কোচ এবং ক্লাব কর্তারা। এবার এই ঘটনায় বিস্ফোরক অভিযোগ করে বসল ওড়িশা এফসি। তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিয়েগো মরিসিও বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।
ঘটনাটি নিয়ে বিবৃতি দিল ওড়িশা এফসি ক্লাব। তারা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ‘এটি অত্যন্ত উদ্বেগজনক এবং অসহনীয় যে দিয়েগো মরিসিও সাম্প্রতিক বর্ণবিদ্বেষের শিকার হয়েছে। সমাজ বা খেলাধুলায় কোনও ধরনের বর্ণবিদ্বেষের জায়গা নেই। এটি খেলার পরিবেশকে নষ্ট করে। এটা ফুটবল খেলার পরিপন্থী। প্রতিটি মানুষ বর্ণ, জাতি নির্বিশেষে সম্মান এবং মর্যাদা পাওয়ার দাবি রাখে। ফুটবল এমন একটা খেলা যেখানে কুসংস্কার বা ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে সবাই নিজের সেরাটা দিতে চায়। ওড়িশা এফসি এবং বৃহত্তর ফুটবল সমাজ এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’ ওড়িশার এফসির তরফে জানানো হয়েছে এই ঘটনায় তারা তাদের ফুটবলারের পাশে আছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দিয়েগোর বিরুদ্ধে যত খারাপ আচরণই করা হোক না কেন, ক্লাব তাঁর জন্য সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে।’
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল খেলার ৪২ মিনিটে। মাঝমাঠের কাছে বল ধরে ছোট টার্ন নিয়েছিলেন জিকসন। সেই সময় পেছন দিক থেকে আসছিলেন দিয়েগো মরিসিও। তখনই হালকা করে জিকসনের হাত তাঁর বুকের কাছে লাগে। সঙ্গে সঙ্গে গলায় লাগার অভিনয় করে মাটিতে পড়ে যান মরিসিও। কাতরাতে থাকেন তিনি। মরিসিও যে প্লে অ্যাক্টিংকরছিলেন সেটা বোঝার জন্য ফুটবল বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কিন্তু রেফারি সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও হলুদ কার্ড দেখান। আগেই একটি হলুদ কার্ড দেখেছিলেন জিকসন। সেই কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। স্বাভাবিক ভাবে ঘটনাটি ভালোভাবে নেননি ইস্টবেঙ্গল সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় দিয়েগো মরিসিওকে নিয়ে ট্রোল করা শুরু করেন তাঁরা। লাল-হলুদ কোচ ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, ‘বাস্তবটা হল যে ইস্টবেঙ্গলের সঙ্গে ছোট দলের মতো আচরণ করা হচ্ছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।