বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > La Liga 2024-25:ছন্দপতন, টানা ৭ ম্যাচ জয়ের পর লা লিগায় ওসাসুনার কাছে হার বার্সেলোনার

La Liga 2024-25:ছন্দপতন, টানা ৭ ম্যাচ জয়ের পর লা লিগায় ওসাসুনার কাছে হার বার্সেলোনার

টানা ৭ ম্যাচ জয়ের পর লা লিগায় হারের মুখ দেখল বার্সেলোনা। (AFP)

টানা ৭ ম্যাচ জয়ের পর লা লিগায় হারের মুখ দেখল বার্সেলোনা। ওসাসুনার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে পরাজিত হানসি ফ্লিকের দল। যদিও হেরে লিগ শীর্ষে তারাই।

টানা ৭ ম্যাচ জয়ের পর লা লিগায় হারের মুখ দেখল বার্সেলোনা। শনিবার ওসাসুনার কাছে ৪-২ গোলে পরাজিত হল তারা। লা লিগার প্রথম ৭ ম্যাচের ৭টি জিতে লিগ শীর্ষে ছিল হানসি ফ্লিকের দল। যদিও ম্যাচ হারের প্রভাব পড়েনি লিগ টেবিলে, এখনও শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। এদিন ম্যাচ জিতলে জেরার্দো মার্টিনোকে ছুঁয়ে ফেলতে পারতেন জার্মান কোচ হানসি ফ্লিক। এর আগে জেরার্দো মার্টিনো বার্সার কোচ হিসেবে নিজের প্রথম ৮ ম্যাচের ৮টিতে জয় পেয়েছিলেন। কিন্তু ওসাসুনার বিরুদ্ধে ম্যাচ হেরে সেই রেকর্ড ছোঁয়া হল না ফ্লিকের।  

এদিন ওসাসুনার বিরুদ্ধে ফ্লিকের কোচিং নিয়েও প্রশ্ন উঠেছে। অ্যাওয়ে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় লামিন ইয়ামালকে শুরু থেকে খেলাননি তিনি। শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রেখেছিল বার্সেলোনা। কিন্তু খেলার গতির বিরুদ্ধে গিয়ে ১৮ মিনিটে প্রথম গোলটি করেন ওসাসুনার ফুটবলার আন্তে বুদিমির। এরপর ঠিক ২৮ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওসাসুনা, গোল করেন ব্রায়ান জারগোজা। প্রথমার্ধে সেই রকমভাবে আর জ্বলে উঠতে পারেনি বার্সার ফুবলাররা। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। সেই চেষ্টা কিছুটা সফল হয় তাদের। ৫৩ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করে ব্যবধান কমান পাও ভিক্টর। এরপর অবশ্য আক্রমণ পাল্টা আক্রমণে ৭২ মিনিটে পেনাল্টি থেকে ওসাসুনার হয়ে তৃতীয় গোল ও নিজের দ্বিতীয় গোলটি করেন বুদিমির। 

এরপরই বার্সেলোনার হার এক প্রকার নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচের ৮৫ মিনিটে আরও একটি গোল করে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ওসাসুনা। গোল করেন অ্যাবেল ব্রেটনস। ৮৯ মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান পরিবর্তিত ফুটবলার লামিন ইয়ামাল। এই মরশুমে লা লিগায় বার্সেলোনা এখনও পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় পেয়েছে ৭টিতে এবং ১টি ম্যাচে পরাজিত হয়েছে। তাদের মোট পয়েন্ট ২১। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তারা এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে। ৫টিতে জয় পেয়েছে এবং ২টি ড্র করেছে। রিয়ালের পয়েন্ট ১৭। এদিন বার্সেলোনার হারের ফলে লিগ শীর্ষে যাওয়ার লড়াই যে জমে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। তবে সবে মরশুম শুরু হয়েছে, লা লিগা শিরোপা দখলের জন্য প্রতিটি দলকে ৩৮টি ম্যাচ খেলতে হবে। সময় বলবে ২০২৪-২৫ মরশুমে স্পেনের সেরা দল কে হবে।  

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ব্রা না পরে একটি দিন উদযাপন! ‘নো ব্রা ডে’-র নেপথ্যে কী কারণ অনশনের চাপে বৈঠক ডাকলেন মুখ্য়সচিব, চিকিৎসক সংগঠনের কাছে গেল জোড়া চিঠি একরাশ বুদবুদের মাঝে মালতি! প্রিয়াঙ্কা কন্যার ছবি প্রকাশ্যে আসতেই ভাইয়াল ওটিটি নিয়ে মোহন ভগবতের সুরে সুর মেলালেন প্রহ্লাদ যোশী! কনটেন্টে আসবে বড় বদল? 'পিরিতি কাঁঠালের আঠা..', বহুরূপী-র গানে নাচলেন প্রীতি ও দর্শনা 'পুজো আসে পুজো যায়', দুর্গাপুজোর ছবি দিয়ে কী লিখলেন অপরাজিতা? ‘কোনও আন্দোলন অরাজনৈতিক হয় কি?’ ‘বিরক্ত’ শ্রীলেখাকে কী উত্তর দিলেন কিঞ্জল? পুজোর দিনেও কোন্দলে জড়াল তৃণমূল, উত্তপ্ত কুঁদঘাট, বিস্ফোরক কাউন্সিলর ‘ও বাঁচল না মরল, তাতে আমাদের কিছু যায় আসে না’ IND vs AUS Women's T20 WC Live: পরপর ২ বলে বেথ মুনি ও জর্জিয়াকে ফেরালেন রেনুকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.