শহরে চলে এলেন কিরিয়াকু।
শনিবার সকালে শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি কিরিয়াকু, বাকিরা আসবেন কবে?
1 মিনিটে পড়ুন 13 Aug 2022- শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে ইমামি ইস্টবেঙ্গলের তরফে পাঁচ বিদেশি সই করানোর কথা ঘোষণা করা হয়েছিল। আইএসএলে খেলা অভিজ্ঞ এবং নতুন মুখ মিলিয়ে মোট ৫ জন বিদেশিকে সই করানো হয়েছে। তার মধ্যে শনিবার সকালেই শহরে চলে এসেছেন সাইপ্রাসের ডিফেন্ডার কিরিয়াকু।