শুভব্রত মুখার্জি: ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো নয়। রাজনৈতিক হোক বা কূটনৈতিক দুদিক থেকেই সম্পর্কের অবনতি ঘটেছে দুই দেশের। যার নেতিবাচক প্রভাব এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। দীর্ঘদিন ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না দুই দেশ। এমনকি ক্রিকেটে আসন্ন এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এমন আবহে দুই দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য কিছুটা হলেও সুখবর এল ফুটবল মাঠ থেকে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে। সেখানেই বেঙ্গালুরতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানেই অংশ নেবে পাকিস্তান সিনিয়র ফুটবল দল। এ কথা নিশ্চিত করা হয়েছে টুর্নামেন্টের আয়োজকদের তরফে।
আরও পড়ুন… ফের শূন্য রানে আউট! IPL এ লজ্জার নজির গড়লেন টুর্নামেন্টের গত বছরের কমলা টুপির মালিক জোস বাটলার
সবেমাত্র বিধানসভা ভোট শেষ হয়েছে কর্ণাটকে। এবার জোর কদমে প্রস্তুতি চলছে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের। জুন-জুলাই মাসেই সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের তরফে নিশ্চিত করা হয়েছে তারা এই টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে। ভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফের তরফেও আশা করা হচ্ছে প্রতিবেশী দেশের সিনিয়র ফুটবল দল ভারতে খেলতে আসলে ভিসা সংক্রান্ত কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন… রোহিত শর্মাকে স্পর্শ করে IPL -এর ইতিহাসে দীনেশ কার্তিকের লজ্জার নজির
এবারের টুর্নামেন্টে খেলতে দেখা যাবে লেবানন এবং কুয়েতকেও। চলতি বছরের মার্চ মাসেই সাফের এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি বেশ কিছু অন্য দেশকেও এই টুর্নামেন্টে খেলতে অনুমতি দেওয়া হবে। এআইএফএফের সেক্রেটারি সাজি প্রভাকরন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘পাকিস্তান থেকে ভারতে ফুটবলাররা খেলতে আসলে আমি মনে করি কোনও ধরনের কোন সমস্যা হবে না। আমি যতদূর জানি ভারতীয় ব্রিজ দল সম্প্রতি পাকিস্তানে খেলতে গিয়েছিল। সেখানে তাদের কোন সমস্যা হয়নি। তাদেরকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছে। সেই কারণেও আমরা আশা করছি এখানে পাক দল খেলতে এলে কোনও সমস্যাই হবে না।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
২১ জুন শুরু হবে এই আট দলের সাফ চ্যাম্পিয়নশিপ। চলবে ৪ জুলাই পর্যন্ত। ভারত, পাকিস্তান, কুয়েত এবং লেবানন ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপ। শ্রীলঙ্কার উপর ফিফার নিষেধাজ্ঞা থাকায় তারা এই টুর্নামেন্টে খেলতে পারবে না। ১৯৯৩ সাল থেকে চলছে সাফ চ্যাম্পিয়নশিপ। যার ১৩ টি প্রতিযোগিতা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যার মধ্যে পাকিস্তান মাত্র দুবার অংশ নিতে পারেনি সাফ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। ২০১৫ সালে ভারতে হওয়া টুর্নামেন্টে অভ্যন্তরীন ইস্যুর জন্য অংশ নিতে পারেনি পাক দল। অন্যদিকে ২০২১ সালে তারা খেলতে পারেননি কারণ সেই সময়ে তাদের উপর ফিফার নিষেধাজ্ঞা ছিল। গত বছর অবশ্য ফিফার সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। ফলে এই বছরের টুর্নামেন্টে খেলতে বাধা নেই তাদের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।