বিশ্বকাপ জয় ২০১৪ সালে। পরের দু'বার গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে জার্মানি। তা নিয়ে একটি পাকিস্তানি সংবাদমাধ্যমে আলোচনাসভার ভিডিয়ো ভাইরাল হয়ে গেল। ওই ভিডিয়োয় এক বিশেষজ্ঞ মজা করে বলেন, ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল ব্রাজিল।
ফুটবল বিশ্বকাপের মধ্যেই পাকিস্তানের সংবাদমাধ্যম এ স্পোর্টসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে বিশেষজ্ঞ আহমের নকভি জানান, বিশ্বকাপের ইতিহাসে প্রচুর মানুষের স্বপ্ন ভেঙে এসেছে জার্মানি। তাই জার্মানির প্রতি ন্যূনতম সহানুভূতি নেই। তিনি বলেন, ‘আমি মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি যে দীর্ঘদিন ধরে কত স্বপ্ন ভেঙে দিয়েছে জার্মানি, কত দলকে ধ্বংস করে দিয়েছে। আমি একটু পিছন দিকে নিয়ে যাচ্ছি আপনাকে।'
ওই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, '১৯৫৪ সাল - হাঙ্গেরি, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দল হিসেবে বিবেচনা করা হত। পুসকাস ছিলেন। যাঁর নামে ফিফা বছরের সেরা গোলের পুরস্কার দেয়, তিনিও সেই দলে ছিলেন। কাদের কাছে ওরা ফাইনালে হেরেছিল? পশ্চিম জার্মানি। ১৯৭৪ সাল - টোটাল ফুটবল টিম। এই দলটা এতটাই ভালো ছিল যে দলটার একটা আলাদা ডাকনামই আছে। হল্যান্ড তথা জোহান ক্রুয়েফের দলের খেলার ধরন আজও অনুসরণ করেন অনেকে। কাদের কাছে ফাইনালে হেরেছিল? পশ্চিম জার্মানি।'
তিনি কী কী বলেন?
‘১৯৮২ সাল - ফ্রান্সের গোল্ডেন স্কোয়ার। মিডফিল্ডে চারজন খেলোয়াড়। চারজনই দারুণ সৃষ্টিশীল খেলোয়াড়, ভিন্ন স্টাইল ছিল। বিখ্যাত দল। ওদের সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল জার্মানি। (জার্মানির) গোলকিপার ফাউল করেছিলেন। যাতে ওদের স্ট্রাইকার কোমায় চলে গিয়েছিলেন। সেই বিশ্বকাপেই অস্ট্রিয়ার সঙ্গে হাত মিলিয়ে আলজেরিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল। যা আফ্রিকার কোনও দলের কাছে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর সেরা সুযোগ ছিল।’
আরও পড়ুন: ব্রাজিলের সাংবাদিক সম্মেলনে হঠাৎ ঢুকে পড়ল বিড়াল! কী হল তারপর?
‘১৯৯০ সাল - ইতালিতে প্রতিশোধ নিচ্ছিলেন। ওই ঘটনা এতটাই নাটকীয় ছিল যে একটা সিনেমা তৈরি হয়ে গিয়েছে। কোন দলের কাছে হেরে গিয়েছিলেন মারাদোনারা? পশ্চিম জার্মানি। ২০০২ সাল - এশিয়ার দলগুলির মধ্যে বিশ্বকাপের সবথেকে বেশি ধাপ যাওয়া দল হয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের ঘরের মাঠে খেলছিল দক্ষিণ কোরিয়া। ইতিহাস পাালটে দিচ্ছিল। কাদের কাছে হেরে গিয়েছিল ওরা? জার্মানি।’
আরও পড়ুন: অসম্মান করতে নয়, উপভোগ করতেই কাতার বিশ্বকাপে সাম্বা নাচ চলবে: ভিনিসিয়াস
‘২০১০ সালে আমাদের দুটি স্বপ্ন ছিল। মারাদোনার কোচিংয়ে খেলছিলেন (লিওনেল মেসি)। আর্জেন্তিনার স্বপ্ন শুধু ভেঙে দেয়নি, ৪-০ বা -১ গোলে উড়িয়ে দিয়েছিল জার্মানি (৪-০ গোলে জিতেছিল জার্মানি)। তারপর ইংল্যান্ডের স্বর্ণযুগের দলকেও উড়িয়ে দিয়ে এসেছিল (সেই ম্যাচে অবশ্য গোল বিতর্ক তৈরি হয়েছিল)।'
'২০১৪ সাল - দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ। প্রথম সেমিফাইনালে ব্রাজিলের ইতিহাসে সবথেকে কলঙ্কিত অধ্যায় তৈরি করেছিল (জার্মানি)। ৭-১ গোলে হেরেছিল (ব্রাজিল)। উগ্রপন্থী ফ্যাসিজমের গর্ভে চলে গিয়েছিল ওরা। ফাইনালে মেসি কার কাছে হেরেছিলেন? জার্মানি। তাই এই দলের প্রতি যদি ছিঁটেফোটাও সহানুভূতি থাকে, তাহলে তা রাখবেন না। কারণ ফুটবলে এই দলটা মৃত্যুদূত। ফুটবল যদি ভিডিয়ো গেম হয়, তাহলে এরা বস।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।