সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ০-১ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই ছিটকে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই রাতেই রেড ডেভিলসের তারকা মিডফিল্ডার পল পোগবার সঙ্গে ঘটে গেল আরেক দুর্ঘটনা। অ্যাটলেটির বিরুদ্ধে মঙ্গলবার (ভারতীয় সময় অনুযায়ী বুধবার, ১৬ মার্চ মধ্য়রাত) ম্যাচ চলাকালীই চোর পড়ল পোগবার বাড়িতে।
উক্ত ঘটনার বিষয়টি পোগবা নিজেই সবাইকে জানিয়েছেন। সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে পোগবা লেখেন, ‘গতকাল রাতে আমদের পরিবারের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নটি সত্যি হল। আমাদের বাড়িতে চোর ঢুকে পড়ে। সেই সময় আমাদের সন্তানরা ওদের বেডরুমে ঘুমাচ্ছিল।’ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের শেষ কয়েক মিনিট চলাকালীন এই ঘটনাটি ঘটে বলে জানান পোগবা। খবর পেয়েই তড়ঘড়ি পোগবা ও তাঁর স্ত্রী বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
চোররা খুব বেশিক্ষণ না থাকলেও, তারা ‘সবচেয়ে মূল্যবান’ সম্পদটি নিয়ে গিয়েছে বলে জানান বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার। ‘চোরগুলি আমাদের বাড়িতে পাঁচ মিনিটও থাকেনি। তবে ওরা আমাদের বাড়িতে থাকা আর পাঁচটি বস্তুর থেকেও সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের সুরক্ষা এবং সেই বিষয়ে নিশ্চিন্ত থাকার আশ্বাসটুকু নিয়ে গিয়েছে।’ স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে নিজের সন্তানদের সুরক্ষা নিয়ে ভীষণ চিন্তিত পোগবা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।