বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > তারকা ফুটবলারের থেকে বিপুল অঙ্কের টাকার তোলাবাজি! বিচারের মুখোমুখি পল পোগবার ভাই সহ পাঁচ

তারকা ফুটবলারের থেকে বিপুল অঙ্কের টাকার তোলাবাজি! বিচারের মুখোমুখি পল পোগবার ভাই সহ পাঁচ

বিচারের মুখোমুখি পল পোগবার ভাই সহ পাঁচ তোলাবাজ (ছবি:AFP)

পল পোগবার কাছ থেকেই কার্যত বিপুল অঙ্কের টাকা তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ে যান পল পোগবার ভাই ম্যাথিয়াস পোগবা। তাঁকে এই কাজে সাহায্য করে ধরা পড়েন তার আরও পাঁচ তোলাবাজ বন্ধু। তাদের বিরুদ্ধে মামলা হয়। এবার এই মামলাতেই বিচারের মুখোমুখি হতে চলেছেন পল পোগবার ভাই ম্যাথিয়াস পোগবা সহ আরও পাঁচ জন।

শুভব্রত মুখার্জি:- ফ্রান্সের অন্যতম জনপ্রিয় ফুটবলার পল পোগবা। ফরাসি এই মিডফিল্ডার জাতীয় দল তো বটেই পাশাপাশি ক্লাব ফুটবলেও বিশ্ব জুড়ে দাপিয়ে পারফরম্যান্স করেছেন। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। জুভেন্টাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের‌ মতন নামী দামি ক্লাবে খেলেছেন তিনি। সেই দাদার কাছ থেকেই কার্যত বিপুল অঙ্কের টাকা জুলুমবাজি অর্থাৎ তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ে যান পল পোগবার ভাই ম্যাথিয়াস পোগবা। তাঁকে এই কাজে সাহায্য করে ধরা পড়েন তার আরও পাঁচ তোলাবাজ বন্ধু। তাদের বিরুদ্ধে মামলা হয়। এবার এই মামলাতেই বিচারের মুখোমুখি হতে চলেছেন পল পোগবার ভাই ম্যাথিয়াস পোগবা সহ আরও পাঁচ জন।

আরও পড়ুন… সেটা হয়তো আর কখনও নাও হতে পারে- দক্ষিণ আফ্রিকা দলে কুইন্টন ডি'ককের ফেরা নিয়ে প্রোটিয়া কোচের ভবিষ্যদ্বাণী

তাদের বিরুদ্ধে রয়েছে গুরুতর চার্জ। টাকা তোলাবাজি এবং দুষ্কৃতীমূলক অভিসন্ধি নিয়ে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্যারিসের প্রসিকিউটরের অফিসের তরফে এটাই জানানো হয়েছে। গত দুই বছর ধরে দফায় দফায় পল পোগবার থেকে কয়েক মিলিয়ন ডলার ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে এই ছয় ব্যক্তি। ঘটনাচক্রে পল পোগবার ৩৪ বছর বয়সি ভাই ম্যাথিয়াস পোগবা এবং বাকি পাঁচ জনও পলের ছোটবেলার বন্ধু। তারা জুভেন্টাসের এই ফুটবলারের থেকে ১৩ মিলিয়ন ইউরো অর্থাৎ ১৪.৩ মিলিয়ন ডলার দাবি করেছিলেন। এই ছয়জনের গ্রুপের বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা, কিডন্যাপের চেষ্টা, জোর করে বন্দি করে রাখার মতন গুরুতর চার্জ রয়েছে। তদন্ত চলার সময়ে ৩১ বছর বয়সি পল পোগবা জানিয়েছেন তিনি ইতিমধ্যেই ওই ছয়জনকে ১,০০,০০০ ইউরো দিয়েছেন।

আরও পড়ুন… ENG vs AUS 1st T20I: ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিং, উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া

তোলাবাজদের তরফে দাবি করা হয়েছিল পল পোগবা নাকি তন্ত্র বিশারদকে ভাড়া করেছিলেন যাতে তাঁর জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপেকে বশ করা যায়। যে ঘটনাটি সম্পূর্ণই অস্বীকার করেছেন পল পোগবা। কেসটি সবার নজরে প্রথম আসে যখন সোশ্যাল মিডিয়াতে ম্যাথিয়াস পোগবা সরাসরি হুমকি দিয়ে বসেন। যেখানে তিনি তাঁর ভাইয়ের বিষয়ে এবং তাঁর এজেন্ট রাফায়েল পিমেন্টার নানা গোপন বিস্ফোরক তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেন। উল্লেখ্য ম্যাথিয়াস পোগবা নিজেও একজন ফুটবলার। তবে তিনি বেশিরভাগ সময়েই শীর্ষ স্থানীয় কোন ক্লাবে খেলতে পারেননি।

আরও পড়ুন… ধোনির থেকেও ভয়ঙ্কর! বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতের এই ক্রিকেটারকে নিয়ে অজিদের সতর্ক করলেন পন্টিং

অনেকেই মনে করছেন এখান থেকেই সমস্যার শুরু হয়। কারণ পল পোগবা যেখানে বেশিরভাগ সময়েই শীর্ষ স্থানীয় ক্লাবে খেলেছেন, প্রচুর অর্থ রোজগার করেছেন। সেখানে ম্যাথিয়াস এইসব কিছুই করে উঠতে পারেননি। ফলে ভাতৃত্বজনিত ঈর্ষা, হতাশা থেকেই ঘটনার জল‌ এতদূর গড়িয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। ফ্রান্সের একটি কোর্টের তরফে ম্যাথিয়াস পোগবা সহ আরও পাঁচ জনকে কোর্টে শুনানির দিন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সপ্তমীতেও বন্ধ বাংলাদেশের সরকারি অফিস, পুজোর ছুটি বেড়ে হল চারদিন পাকিস্তানের মধ্যেই রয়েছে মিনি ভারত, করাচিতে চলছে নবরাত্রি পালন আমি KKR-এর তরফ থেকে কোনও ফোন পাইনি: IPL 2025-এ শাহরুখের দলে খেলতে চান নীতীশ রানা কিছুতেই অনুমতি দিচ্ছে না, টিএমসি পতাকা টাঙিয়ে দিয়েছে, বুকস্টলের জন্য আদালতে CPIM শাকিবের পথে হেঁটেই এবার অবসর ঘোষণা মাহমুদ্দুলাহর! T20 ছাড়ছেন, তবে খেলবেন ওডিআই… দুর্গাপুজোর আগে ৬ দিনে ৩৩৫ জন গ্রেফতার, মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের জের ACL2-তে ফিরছে মোহনবাগান? সমালোচনার মুখে পালটি AFC-র? জল্পনা উসকে দিল নিজেরাই তেল চিটচিটে কিচেন চিমনি পরিষ্কার করবেন যে টোটকায় কাঁচা লঙ্কায় সারে মাইগ্রেন! বাড়ায় মেটাবলিজমও! জানেন আর কী কী গুণ আছে? পুজোর ছুটিতে লন্ডনে, বেড়াতে যাওয়ার ভিডিয়ো দিলেন ভাস্বর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.