বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ক্রোমার জোড়া গোলে কলকাতা লিগের প্রথম ম্যাচেই সহজ জয় পিয়ারলেসের

ক্রোমার জোড়া গোলে কলকাতা লিগের প্রথম ম্যাচেই সহজ জয় পিয়ারলেসের

প্রথম ম্যাচে ৪-১ জয় পায় পিয়ারলেস।

এই বছর করোনার বাধা কাটিয়ে মঙ্গলবার থেকে শুরু হল ঐতিহ্য়শালী কলকাতা লিগ। আর প্রথম ম্যাচেই খিদিপুরকে ৪-১-এ হারাল শেষ বারের লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস এসসি।

করোনার কারণে প্রায় দু'বছর কলকাতার মাঠে বল গড়ায়নি। করোনার জন্য গত বছর কলকাতা লিগ আয়োজন করাই সম্ভব হয়নি। তবে এই বছর করোনার বাধা কাটিয়ে মঙ্গলবার থেকে শুরু হল ঐতিহ্য়শালী টুর্নামেন্ট। আর প্রথম ম্যাচেই খিদিপুরকে ৪-১-এ হারাল শেষ বারের লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেস এসসি।

তবে শুরুটা কিন্তু খিদিরপুর অসাধারণ ভাবে করেছিল। ম্যাচের একেবারে শুরুতেই রাজদীপ সাহার ক্রসে ১-০ এগিয়ে দিয়েছিলেন ইমানুয়েল। তবে গোল খেয়ে যেন তেতে ওঠে পিয়ারলেস। তাদের দাপটে মাত্র দিন চারেক অনুশীলন করে খেলতে নামা খিদিরপুর যেন কোণঠাঁসা হয়ে পড়ে। খিদিপুরের গোলের মিনিট ছয়েকের মধ্যে পঙ্কজ মৌলার একটি গোলমুখী শট আটকানোর চেষ্টা করেছিলেন  খিদিরপুরের গোলকিপার সুজয়। কিন্তু বলটা তাঁর গায়ে লেগে জালে জড়ায়। এর পর দ্বিতীয় গোলটি করেন আফতাব আলম। ম্যাচের ২১ মিনিট নাগাদ অভিনব বাগের কর্নার থেকে ক্রোমার শট ধরে গোলের চেষ্টা করে অকাশ মুখোপাধ্যায়। তবে সরাসরি বলটি জালে না জড়িয়ে পোস্ট লেগে গোলে ঢুকে যায়।

বিরিতির আগেই ৩-১ করেন অনসুমানা ক্রোমা। রোনাল্ড সিংয়ের শট সুজয় কোনও মতে বাঁচান, ফিরতি বলই জালে জড়ান ক্রোমা। প্রথমার্ধেই ৩-১ পিছিয়ে পড়ে চাপে পড়ে গিয়েছিল খিদিরপুর। দ্বিতীয়ার্ধে আবার পেনাল্টি পায় পিয়ারলেস। খিদিরপুরের কফিনে শেষ পেরেকটি পেনাল্টি থেকে গোল করে পোঁতেন ক্রোমাই।

বন্ধ করুন