বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Pele Passes Away: 'সম্রাট নেই, মাহাত্ম্য থাকবে অমলিন', পেলের মৃত্যুতে মর্মাহত মেসি-রোনাল্ডোদের শোকবার্তা

Pele Passes Away: 'সম্রাট নেই, মাহাত্ম্য থাকবে অমলিন', পেলের মৃত্যুতে মর্মাহত মেসি-রোনাল্ডোদের শোকবার্তা

পেলে ও রোনাল্ডো। ছবি- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রাম।

কিংবদন্তি পেলের মৃত্যুতে মর্মাহত ফুটবল বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সাধারণ ফুটবলপ্রেমী থেকে মহাতারকারা।

ফুটবল মাঠে যেমন হার না মানা মানসিকতা নিয়ে লড়াই চালাতেন শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনযুদ্ধেও তাই। মারণরোগ ক্যান্সারের সঙ্গে চোয়ালচাপা লড়াইয়ের পরে শেষমেশ হার মানেন ফুটবল সম্রাট পেলে। বৃহস্পতিবার রাতে ইহলোকের মায়া ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার।

তিনবারের বিশ্বকাপজয়ীর মেয়ে সোশ্যাল মিডিয়ায় পিতার মৃত্যুর খবর জানান। স্বাভাবিকভাবেই শুধু ব্রাজিলের ফুটবলমহলেই নয়, বরং শোকের ছায়া সারা ফুটবল বিশ্বে। সাধারণ ফুটবলপ্রমীরা তো বটেই, বিশ্বের ছোট-বড় প্রায় সব ফুটবল ক্লাব থেকে জাতীয় ফুটল সংস্থা, উঠতি খেলোয়াড় থেকে মহাতারকা ফুটবলার, পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রত্যেকেই।

কাতার বিশ্বকাপের সেরা ফুটবলার লিওলেন মেসি ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন পেলে।’

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রামে দীর্ঘ শোকবার্তা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। তিনিও পেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে লেখেন, ‘ব্রাজিলের সমস্ত মানুষ ও পেলের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। অবিসংবাদিত রাজা পেলেকে বিদায় জানাতে গিয়ে ফুটবল বিশ্ব যে মর্মবেদনার মধ্যে রয়েছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না। কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, বিগত দিন, বর্তমান ও চিরকালের আদর্শ। কখনও বিস্মৃত হবেন না, আমাদের মতো ফুটবলপ্রেমীদের মনে চিরকাল বেঁচে থাকবেন উনি। চিরশান্তিতে বিশ্রাম নিন পেলে।’

কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপে টুইট করেন, ‘ফুটবলের সম্রাট আমাদের ছেড়ে গেছেন, তবে তাঁর মাহাত্ম চিরকাল অমলিন থাকবে।’

নেইমার ইনস্টাগ্রামে লেখেন, ‘কোথাও শুনেছিলাম পেলের আগে ১০ কেবল একটি সংখ্যা ছিল। তবে আমি বলব কথাটি অসম্পূর্ণ। আসলে পেলের আগে ফুটবল ছিল নিছক একটি খেলা মাত্র। পেলে বদলে দেন সবকিছু। তাঁর পায়ের ছোঁয়ায় ফুটবল শিল্প ও বিনোদনে পরিণত হয়। তিনি দরিদ্র, কৃষ্ণাঙ্গ মানুষদের এবং সর্বোপরি ব্রাজিলকে সবার সামনে তুলে ধরেন। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়ানো সম্রাটকে ধন্যবাদ। উনি নেই, তবে সম্মোহন থাকবে চিরকাল। পেলে চিরন্তন।’

পেলেকে নিজেদের শোকবার্তায় অমর আখ্যা দেয় ফিফা। শোক প্রকাশ করেন ওজিল, ক্যাসেমিরো, স্টার্লিং, নেভিল, ভার্ডি-সহ বহু ফুটবলার। শোক জ্ঞাপন করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, নাপোলি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, স্যান্টোস-সহ বিশ্বের প্রথমসারির প্রায় সব ফুটবল ক্লাব। শোক প্রকাশ করে ব্রাজিল,আর্জেন্তিনার ফুটবল সংস্থাও। সর্বভারতীয় ফুটবল সংস্থাও পেলের মৃত্যুতে শোক জ্ঞাপন করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.