বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ছেলে আর নেই, এখনও জানেন না পেলের ১০০ বছর বয়সি মা!

ছেলে আর নেই, এখনও জানেন না পেলের ১০০ বছর বয়সি মা!

মায়ের সঙ্গে পেলে। ছবি- ইনস্টাগ্রাম।

কিছুদিন আগেই পেলের মা ১০০তম জন্মদিন পালন করেন। মায়ের জন্মদিনে হৃদয়ছোঁয়া বার্তা পোস্ট করেছিলেন কিংবদন্তি ফুটবলার।

গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে কিংবদন্তি পেলের। অথচ ফুটবল সম্রাটের মৃত্যুর খবর এখনও জানে না তাঁর মা সেলেস্তে। এমন খবর প্রকাশিত হয়েছে দ্য মিরর-এ। এমনটা নয় যে, মাকে শোনানো হয়নি পেলের মৃত্যু খবর। তবে বার্ধক্যজনীত কারণে তিনি সেই খবরের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি এখনও।

কিছুদিন আগেই পেলের মা ১০০তম জন্মদিন পালন করেন। মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পেলে সেলেস্তের সঙ্গে নিজের ছবি পোস্ট করে হৃদয়ছোঁয়া বার্তা পোস্ট করেছিলেন। তার কিছুদিন পরেই ইহলোকের মায়া ত্যাগ করেন পেলে।

প্রয়াত ফুটবলারের মায়ের দেখাশোনা করেন পেলের বোন মারিয়া লুসিয়া। তিনি বলেন, ‘আমরা এই নিয়ে কথা বলেছি। তবে উনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পারেননি। উনি নিজের জগতে আচ্ছন্ন।’

আরও পড়ুন:- IND vs AUS: পন্তের বদলে অস্ট্রেলিয়া সিরিজে কি ঋদ্ধিকে ফেরাবে ভারত? প্রাক্তন নির্বাচকের ভোট কিন্তু অন্য কারও দিকে

মারিয়া আরও বলেন, ‘যখন আমি পেলের নাম নিই, উনি চোখ খোলেন এবং বলেন যে, ওর জন্য প্রার্থনা করো। কিন্তু আমি কী বলছি, সেটা বোঝার মতো চেতনা ছিল না মায়ের।’

মায়ের জন্মদিনে তাঁর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে পেলে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আজ আমরা সেলেস্তের জীবনের ১০০ বছর উদযাপন করছি। ছেলেবেলা থেকে উনি আমাকে ভালোবাসা ও শান্তির প্রকৃত গুরুত্ব শিখিয়েছেন। ওনার সন্তান হতে পেরে কৃতার্থ হওয়ার শতাধিক কারণ রয়েছে। এই দিনটিকে উদযাপন করার জন্য এই ছবিটি অত্যন্ত আবেগের সঙ্গে শেয়ার করছি। পাশে থাকা প্রত্যেকটা দিনের জন্য ধন্যবাদ মা।’

আরও পড়ুন:- শুধুমাত্র জানুয়ারিতেই ১১টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, নতুন বছরের শুরুতেই দেখে নিন ভারতীয় ক্রিকেট দলের ১২ মাসের সূচি

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ফুটবল সম্রাট পেলে। মারণরোগ ক্যান্সার ক্রমে ছড়িয়ে পড়েছেল শরীরে। সমস্যা ছিল হৃদযন্ত্র ও কিডনিতেও। ২০২১ সালে টিউমার সরাতে অস্ত্রোপচার করাতে হয় পেলেকে। পরে কেমোথেরাপিরও সাহায্য নিতে হয় কিংবদন্তি ফুটবল তারকাকে। মাঝে বাড়ি ফিরলেও গত ২৯ নভেম্বর ফের হাসপাতালে ভরতি হন পেলে। সেই থেকেই তিনি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ছিলেন। বৃহস্পতিবার রাতে ইহলোকের মায়া ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার।

বন্ধ করুন