শুভব্রত মুখার্জি: আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপের আসর। এবারের ইউরো কাপ অনুষ্ঠিত হবে জার্মানিতে। গ্রুপ বিন্যাস ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবার ধীরে ধীরে চূড়ান্ত দল প্রকাশ করছে দেশগুলো। মঙ্গলবারেই তাদের স্কোয়াড ঘোষণা করে দিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পর্তুগাল। দলে প্রত্যাশামতোই জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সি রোনাল্ডো আসন্ন ইউরোতে একেবারে দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন নয়া নজির গড়ার। দলে রোনাল্ডো ছাড়াও সবথেকে বড় চমকটি হল ৪১ বছর বয়সি ডিফেন্ডার পেপের জায়গা করে নেওয়া।
২০০৪ সালে ইউরোতে অভিষেক হয়েছিল। তারপর এই নিয়ে টানা ছয়টি ইউরোতে খেলতে চলেছেন রোনাল্ডো। যা অবশ্যই এক নজির হতে চলেছে। পাশাপাশি টানা ১১ টি আন্তর্জাতিক বড় টুর্নামেন্ট (ফিফা,স্থানীয়) অংশ নিতে চলেছেন রোনাল্ডো। যা নিঃসন্দেহে আরও একটি নজির। বয়স তাঁর কাছে যেন একটা সংখ্যা মাত্র। সকলকে আনন্দে দেওয়ার যে কোন বয়স হয় না তা জানেন সিআরসেভেন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এগোচ্ছেন রোনাল্ডো।
আরও পড়ুন… SA সিরিজের জন্য CWI-র দল ঘোষণা, IPL 2024-এর কারণে পূর্ণ শক্তির দল গড়তেই পারল না ওয়েস্ট ইন্ডিজ
রোনাল্ডোর সামনে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার সম্ভাবনা রয়েছে। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী অর্থাৎ বর্ষসেরা ফুটবলারকে ইউরো কাপে হয়ত প্রথম একাদশে না খেলালেও পরিবর্ত হিসেবে নামাবেন দলের কোচ রবার্টো মার্টিনেজ। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা ইউরোর জন্য মঙ্গলবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পর্তুগাল কোচ রবার্টো মার্তিনেজ। দলে ৩৯ বছর বয়সি রোনাল্ডোর পাশে রয়েছেন ৪১ বছর বয়সি পেপে। এই দলে প্রিমিয়র লিগ খেলা ফুটবলার রয়েছেন মোট ৯ জন।
আরও পড়ুন… IPL 2024: হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি… PBSK-র ব্যর্থতার কারণ জানালেন দলের কোচ সঞ্জয় বাঙ্গার
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে রেকর্ড ১২৮ গোল করা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার নজিরও রয়েছে তাঁর দখলে। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। সেবার ফাইনালে ২৫ মিনিট খেলার পরে চোটের কারণে উঠে যেতে বাধ্য হয়েছিলেন রোনাল্ডো। এবারের আসরে আগামী ১৮ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। প্রথম ম্যাচটি রয়েছে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। ইউরো কাপে ‘এফ’ গ্রুপে রয়েছে পর্তুগাল। এই গ্রুপে এছাড়াও রয়েছে তুরস্ক ও জর্জিয়া। জর্জিয়া প্রথমবার এবার ইউরোতে খেলবে ঘটনাচক্রে।
আরও পড়ুন… T20 World Cup 2024-এর আগে রোহিতদের সতর্ক করলেন রায়না, হার্দিকের ফর্ম নিয়েও মুখ খুললেন
∆ একনজরে পর্তুগালের ইউরো দল:
∆ গোলরক্ষক:
দিয়েগো কস্টা, জোসে সা, রুই পাত্রিসিও
∆ ডিফেন্ডার:
আন্তোনিও সিলভা, দানিলো পেরেইরা, দিয়োগো ডালোত, গজ্ঞালো ইনাসিও জোয়াও কান্সেলো, নেলসন সেমেদো, নুনো মেন্দেজ,পেপে, রুবেন ডিয়াজ
∆ মিডফিল্ডার:
ব্রুনো ফার্নান্দেস, জোয়াও নেভেস, জোয়াও পলিনিয়া,ওটাভিও মন্টেইরো, রুবেন নেভেস, ভিটিনিয়া
∆ ফরোয়ার্ড:
বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, দিয়োগো জটা, ফ্রান্সিসকো কনসেকাও, গজ্ঞালো রামোস, জোয়াও ফেলিক্স , পেদ্রো নেটো, রাফায়েল লেয়াও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।