বিশ্বকাপ ফুটবল এলে ব্রাজিল আর্জেন্তিনায় যেমন আড়াআড়ি ভাগ হয়ে যায় ফুটবল বিশ্ব। তেমনই মেসির-রোনাল্ডোতেও ভাগ হয়ে যান ফুটবল সমর্থকরা। বিগত দুই দশকে ক্রিশ্চিয়ারোন রোনাল্ডোর সৌজন্যে পর্তুগালের সমর্থক সংখ্যা গোটা বিশ্বেই একধাপে অনেকটা বেড়েছে। রোনাল্ডোর জন্যে প্রচুর ফুটবলপ্রেমি রয়েছেন যারা পর্তুগালকে সমর্থন করেন।
তবে আর তিন সপ্তাহ পরই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পা দেবেন ৪০ বছরে। ২০২৬ সালে রয়েছে বিশ্বকাপ ফুটবল। অর্থাৎ আরও দেড় বছর পর। সেখানে কি সিআরসেভেন আদৌ খেলবেন? এই প্রশ্নের উত্তর দীর্ঘদিন ধরেই খুঁজছেন ভক্তরা। বিশেষ করে কাতার বিশ্বকাপে ওভাবে ছিটকে যাওয়ার পর। এবার রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়েই মুখ খুললেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ।
আরও পড়ুন- VHTর ফাইনালের পরই বৈঠক আগরকরদের! ১৯ তারিখই দল ঘোষণা! ২ পজিশন নিয়ে বিস্তর আলোচনা- রিপোর্ট
ইতিমধ্যেই ২০২৫ সালের প্রথম গোলের দেখা পেয়ে গেছেন সিআরসেভেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে স্কোরশিটে নাম তোলার সঙ্গে সঙ্গেই টানা ২৪ বছর ক্লাব লেভেলে গোল করার নজির গড়েছেন রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি অর আগেই বলেছিলেন তিনি পরের ইউএসএ মেক্সিকো কানাডা বিশ্বকাপে ষষ্ঠবারের জন্য দেশের প্রতিনিধিত্ব করতে চান। এছাড়াও কেরিয়ারে ১০০০ গোলের খিদে রয়েছে তাঁর।
এবার পর্তুগালের রোনাল্ডোর সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ জানিয়ে দিলেন ২০২৬র ফুটবল বিশ্বকাপে রোনাল্ডো নিশ্চিতভাবেই খেলতে চলেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা তারকা স্ট্রাইকার বলছেন, ‘আমি শুধুই বিশ্বাসই করি না, আমি এব্যাপারে নিশ্চিত যে রোনাল্ডো ২৬র বিশ্বকাপে খেলবে। জাতীয় দলের হয়ে যদি রোনাল্ডো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারে তাহলে খুবই ভালো হবে ’।
আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
ব্রুনো ফার্নান্দেজ বলছেন, ‘আমরা সবাই চাই একবার দেশকে বিশ্বকাপ এনে দিতে। আমাদের ফুটবল ইতিহাসে এটা রোনাল্ডোর সব থেকে বড় কাজ হবে, আর ফুটবলকে বিদায় জানানোরও সঠিক সময় হবে তখন। তবে বিশ্বকাপ জিতলেও ও আদৌ অবসর নেবে কিনা জানি না, কারণ ওর মধ্যে সব সময়ই শেখার আর উন্নতি করার খিদে রয়েছে। হতেই পারে আরও একটু দীর্ঘ করল কেরিয়ার। দেশের মানুষের মতোই রোনাল্ডো এবং আমাদের সকলের স্বপ্ন ফুটবল বিশ্বকাপ জেতা’।
আরও পড়ুন-BGTতে শতরান! IPLএ ৬ কোটি! ধন্যবাদ জানাতে হাঁটু ভেঙে তিরুপতি মন্দিরে উঠলেন নীতীশ রেড্ডি
প্রসঙ্গত নিজের বর্ণময় কেরিয়ারে রোনাল্ডো জেতেননি এমন ট্রফি বলতে একমাত্র বিশ্বকাপ। আর্জেন্তাইন সুপারস্টার মেসি যা জিতেছেন গতবার। বাকি রোনাল্ডো প্রায় সবই জিতেছেন , যা মেসি জিতেছেন কেরিয়ারে। পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার কৃতিত্ব রয়েছে সিআরসেভেনের। এছাড়াও পর্তুগালের জার্সিতে তাঁদের দেশের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বফুটবলেরও সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের মালিক সিআরসেভেন। ২১৭ ম্যাচে তিনি মেরুন জার্সিতে করেছেন ১৩৫ গোল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।