বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Prabir Das joins Kerala Blasters: নয়া দল কেরলের ‘জার্সিটা কেমন?’ হেসে জবাব বাঙালি প্রবীরের মায়ের, ভাইরাল ভিডিয়ো

Prabir Das joins Kerala Blasters: নয়া দল কেরলের ‘জার্সিটা কেমন?’ হেসে জবাব বাঙালি প্রবীরের মায়ের, ভাইরাল ভিডিয়ো

প্রবীর দাস এবং তাঁর মা। (ছবি সৌজন্যে, ভিডিয়ো টুইটার @KeralaBlasters)

কেরল ব্লাস্টার্সে যোগ দিলেন প্রবীর দাস। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ৫৪ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে প্রবীরের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করে কেরল। তবে নেটিজেনদের মনে কেড়ে গিয়েছে ভিডিয়ো শেষ ১০ সেকেন্ড।

'মা জার্সিটা কেমন লাগছে?' হাসিমুখে মা'কে প্রশ্ন করলেন প্রবীর দাস। তা শুনে তারকা ফুটবলারের মা বললেন, ‘আদিপোলি’ (দুর্দান্ত)। এভাবেই বাঙালি ছেলেকে দলে নেওয়ার কথা ঘোষণা করল কেরল ব্লাস্টার্স। তিন বছরের চুক্তিতে কেরলে সই করেছেন প্রবীর। যিনি বেঙ্গালুরু এফসিতে খেলার পর ‘ফ্রি এজেন্ট’ ছিলেন। কেরলের আশা, ফুলব্যাক প্রবীরের হাত ধরে যেমন রক্ষণভাগ শক্তিশালী হবে, তেমনই ট্রফি ঢুকবে ক্লাবে। যিনি নিজের এক দশকের পেশাদার ফুটবল কেরিয়ারে আই লিগ, ফেডারেশন কাপ, আইএসএল এবং ডুরান্ড কাপ জিতেছেন। বিভিন্ন বয়সের পর্যায়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ৫৪ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে প্রবীরের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করে কেরল। তবে নেটিজেনদের মনে কেড়ে গিয়েছে ভিডিয়োর শেষ ১০ সেকেন্ড। ওই অংশে প্রবীরের মা'কে একেবারে ছাপোষা বাঙালি হিসেবে দেখা গিয়েছে। তাঁর মুখে একরাশ হাসি ধরা পড়েছে। প্রবীরকেও একেবারে হাসিমুখে দেখা গিয়েছে। যিনি তিন বছরের জন্য কেরলে যোগ দেওয়ার পর রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

প্রবীর বলেন, ‘(কেরল) ম্যানেজমেন্ট যে আকর্ষণীয় ফুটবল ব্র্যান্ডের স্বপ্ন দেখছে এবং তাতে আমি কীভাবে মানিয়ে নিতে পারব, তা নিয়ে আমায় একেবারে খোলাখুলিভাবে জানানো হয়েছে। ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে মুখিয়ে আছি। আমার জন্য আস্থা রাখার জন্য মালিকদের কাছে আমি কৃতজ্ঞ। কালুরের মাঠে ডানপ্রান্ত থেকে খেলা শুরু করার জন্য মুখিয়ে আছি আমি।’

আরও পড়ুন: কালিকটের ইএমএসকে আর ঘরের মাঠ হিসেবে পাবে না গোকুলম, ভক্তরা রাজনীতিকে টানছেন

প্রবীরের ফুটবল কেরিয়ার

পৈলান অ্যারোজ ইউথ অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন প্রবীর (২৯)। ২০১২-২১৩ সালে দুর্দান্ত কেটেছিল। তারপরই ডেম্পোতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে লোনে যোগ দিয়েছিল এফসি গোয়ায়। খেলেছিলেন দিল্লি ডায়নামোসেও (এখন যে দল নেই)। তারপর সাত বছর কলকাতায় কাটিয়েছিলেন। প্রথমে খেলতেন এটিকেতে। তারপর খেলতেন এটিকে মোহনবাগানে। সেখান থেকে বেঙ্গালুরুতে পাড়ি দিয়েছিলেন প্রবীর। এবার ক্লাব পালটালেও দক্ষিণ ভারতেই থেকে গেলেন বাংলার ছেলে।

আরও পড়ুন: IPL শেষ হতেই ভারতীয় ফুটবলের নতুন মরশুমের তারিখ ঘোষণা করল AIFF

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন