বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লজ্জার হার আর্সেনালের, PL খেতাবের আরও কাছে সিটি, দুই আঙুল দেখালেন পেপ

লজ্জার হার আর্সেনালের, PL খেতাবের আরও কাছে সিটি, দুই আঙুল দেখালেন পেপ

Manchester City's Spanish manager Pep Guardiola shows two fingers for the last two football match of the English premier League at the end of the English Premier League football match between Everton and Manchester City at Goodison Park in Liverpool, north west England on May 14, 2023. (Photo by Lindsey Parnaby / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. No use with unauthorized audio, video, data, fixture lists, club/league logos or 'live' services. Online in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No video emulation. Social media in-match use limited to 120 images. An additional 40 images may be used in extra time. No use in betting publications, games or single club/league/player publications. / ALTERNATIVE CROP (AFP)

ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ০-০ অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে প্রথম ধাক্কা খায় আর্সেনাল। এগিয়ে যায় ব্রাইটন। পার্ভিস এস্তুপিনানের ক্রস ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল।

শুভব্রত মুখার্জি: দিনের শুরুতে ম্যাঞ্চেস্টার সিটি এভারটনকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। ফলে চার পয়েন্টের লিড নিয়ে নেয় তারা। ঠিক তখন অপর ম্যাচে ব্রাইটন অ্যান্ড অ্যালবিয়ন হোভের বিরুদ্ধে ৩-০ ফলে হেরে গিয়ে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ল আর্সেনাল। বলা যায় ব্রাইটনের কাছে হেরে গিয়ে সিটিকে কার্যত শিরোপা দোড়গোড়াতে পৌঁছে দিল তারা। দলের প্রয়োজনের মুহূর্তে গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকারা উজ্জীবিত ফুটবল খেলতে ব্যর্থ হল।

ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ০-০ অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে প্রথম ধাক্কা খায় আর্সেনাল। এগিয়ে যায় ব্রাইটন। পার্ভিস এস্তুপিনানের ক্রস ক্লিয়ার করতে পারেনি আর্সেনাল। ফিরতি বলে এস্তুপিনানের ক্রসেই হেডে গোল করে দলকে এগিয়ে দেন হুলিও এনসিসো। ৮৬তম মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা জার্মান ফরোয়ার্ড ডেনিজ উন্দাভ। এরপর অতিরিক্ত সময়ে দলের হয়ে তৃতীয় গোলটি পান এস্তুপিনান।

অনবদ্য ফুটবল খেলে এমিরেটস স্টেডিয়ামে এদিন এক অবিস্মরণীয় জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ফলে আর্সেনালের লিগ শিরোপা জয়ের আশা জোর ধাক্কা খেল। আর্সেনালের ঘরের মাঠে রবিবার প্রিমিয়র লিগের ম্যাচে ৩-০ গোলে জিতল ব্রাইটন। ম্যাচের তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।দিনের প্রথম ম্যাচে এভারটনকে হারিয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল সিটি।আর্সেনালের এই হারের ফলে শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে রয়েছে সিটি। আগামী রবিবার চেলসির মুখোমুখি হবে সিটি। ফলে সিটিকে হারাতে পারলে দুই ম্যাচ বাকি থাকতে শিরোপা জিতবে পেপ গুয়ার্দিওলার দল। ফলে শেষ ছয় মরশুমের মধ্যে পঞ্চম লিগ শিরোপা নিশ্চিত করবে সিটি। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে করে শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আর্সেনাল হেরে গেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে সিটি। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মাইকেল আর্তেতার দল।

বন্ধ করুন