ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। করোনা আবহে চারটি ম্যাচই হয়েছে গোয়ায় দর্শকশূন্য স্টেডিয়ামে। এ বারই প্রথম আইএসএল-এর ডার্বি হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখনও পর্যন্ত আইএসএল-এ চারটি সাক্ষাৎকারের প্রতিটিতেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। এমন কী, চলতি মরসুমে ডুরান্ড কাপেও সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে লাল-হলুদের বিরুদ্ধে নিরঙ্কুশ জয়ের রেকর্ড নিয়েই শনিবার মাঠে নামছে জুয়ান ফেরান্দোর দল।
তবে ইস্টবেঙ্গলকে হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই আসছে না বলে স্পষ্ট দাবি করেছেন প্রীতম কোটাল। ডার্বির চার দিন আগে প্রীতমের গলায় সতর্কতার সুর। তিনি বলেছেন, ‘আমরা তৈরি। দলের সকলেই আত্মবিশ্বাসী। তবু ইস্টবেঙ্গলকে হাল্কা ভাবে নেওয়ার কোনও প্রশ্ন নেই। ওদের রক্ষণ এবং আক্রমণ বেশ ভালো। যথেষ্ট শক্তিশালী দল। তা ছাড়া বড় ম্যাচ সব সময় আলাদা। সব সময় ৫০-৫০। কে শক্তিশালী, কে দুর্বল— এ সবের কোনও গুরুত্বই নেই।’
দুরন্ত কামব্যাক,নর্থইস্টকে উড়িয়ে এ বার ISL-এ প্রথম জয় লাল-হলুদের
গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও প্রথম দু'ম্যাচে চার গোল হজম করতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। রক্ষণে প্রচুর ফাঁক রয়েছে। সে কথা বেশ ভালো করেই জানেন তারকা ডিফেন্ডার। যে কারণে প্রীতম বলছেন, ‘অ্যাটাকিং ফুটবল খেললে কিছু ক্ষেত্রে ডিফেন্সে গ্যাপ থেকে যায়। আমরা পরিশ্রম করছি, কী ভাবে ভুলগুলো শোধরানো যায়, দেখছি। যত খেলা এগোবে, প্রস্তুতি বাড়বে, আমরা আরও উন্নতি করব।’
পাশাপাশি প্রীত জানিয়ে দিয়েছেন, সব ফুটবলাররাই ডার্বি জেতার জন্যই মাঠে নামে। নিজেদের সেরাটা এই ম্যাচে নিংড়ে দেওয়ার চেষ্টা করেন। সবুজ-মেরুনের তারকা ফুটবলার তাই বলেছেন, ‘সব ফুটবলারই ডার্বি জেতার লক্ষ্যেই মাঠে নামে। আমরাও তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব। মাঠে নামার জন্য আমরা তৈরি। তবে এর জন্য আলাদা কিছু নয়, প্রতি দিন যেমন অনুশীলন হয়, তেমনই অনুশীলন করছি আমরা। প্রতি দিন উন্নতি করতে চাই আমরা। দল হিসেবে এবং ফুটবলার হিসেবে।’
আরও পড়ুন: ফুটবলের প্রশাসনে ফিরছেন? মোহনবাগান থেকে সরছে ATK? সব প্রশ্নের স্পষ্ট জবাব সৌরভের
ডার্বির আগে সবুজ-মেরুন কোচ টানা চার দিন ক্লোজড-ডোর অনুশীলন রেখেছেন। মঙ্গলবার থেকে মোহনবাগান মাঠে শুরু হয়েছে ডার্বির প্রস্তুতি। সংবাদমাধ্যমের পাশাপাশি সদস্য-সমর্থকদেরও অনুশীলন দেখার সুযোগ দেওয়া হচ্ছে না। একান্তে কলকাতা ডার্বির জন্য দলকে তৈরি করাই বাগান কোচের লক্ষ্য। আইএসএল-এ টানা পাঁচ বার ইস্টবেঙ্গলকে হারানোর লক্ষ্যে দলকে তৈরি করছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ।
মোহনবাগানের আর এক তারকা আশিক কুরুনিয়ানও লাল-হলুদকে সমীহ করে বলেছেন, ‘ইস্টবেঙ্গলের রক্ষণ খুব শক্তিশালী। ভালো দল। ওরাও শেষ ম্যাচে জিতেছে। সতর্ক থাকতেই হবে। সব ফুটবলারই চায় মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে গোল করতে। আমিও গোল করতে চাই। কিন্তু এটা কারও হাতে নেই। চেষ্টা তো অবশ্যই করব।’