দেশের প্রথম মহিলা ফুটবল কোচ হিসেবে AFC প্রো লাইসেন্স পেলেন প্রিয়া পারাথি ভালাপ্পিল। তিনি মূলত প্রিয়া পিভি হিসেবেই পরিচিত। ২০২৩ সালের অ্গস্টে AFC-র ডিপ্লোমা কোর্স কোর্সে নিজের নাম নথিভুক্ত করেছিলেন তিনি। কোর্সের প্রথম চারটি মডিউল অনুষ্ঠিত হয় ভারতের চার শহরে। পঞ্চম মডিউলটি অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে। সফলভাবে সবকটি মডিউল পাশ করায় AFC প্রো লাইসেন্স পেয়ে গেলেন প্রিয়া। অনেকদিন ধরেই দেশের মহিলা ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর তত্ত্বাবধানেই জাতীয় মহিলা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল গোকুলাম কেরালা, এই সুবাদে দেশের প্রথম ক্লাব হিসেবে AFC ওমেন্স চ্যাম্পিয়ন লিগ খেলার সুযোগ পেয়েছিল তারা।
এখন বেশ কয়েকবছর ধরে বয়সভিত্তিক বিভিন্ন জাতীয় মহিলা ফুটবল দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি সিনিয়র দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন প্রিয়া। তিনি বলেন, ‘আমি ফুটবলে থাকার সময় থেকেই একের পর এক ডিপ্লোমা অর্জন করেছি। ২০১৪ সালে এ লাইসেন্স সম্পন্ন করি। এরপর প্রো লাইসেন্স করতে ১০ বছর সময় লেগে গেল। লক্ষ্য পূরণ হওয়ায় ভালো লাগছে। একই সঙ্গে দেশের প্রথম মহিলা কোচ হিসেবে এটা অর্জন করতে পারাটা বাড়তি পাওনা। এখন কোচিংয়ে সময় দিয়ে নিজের অভিজ্ঞতা বাড়ানোই লক্ষ্য।’ AFC প্রো লাইসেন্স কোর্স চলার কারণে এবছর কোনও ক্লাবের সঙ্গে জড়াননি তিনি। আগামী মরশুম থেকে আবার ক্লাব স্তরে কোচিং করানো শুরু করবেন প্রিয়া।
কোচিং জীবনের শুরুতে তিনি যুক্ত ছিলেন কালিকট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তখন প্রিয়া পুরুষদের দলের কোচ ছিলেন। তবে এখন তিনি শুধুমাত্র মহিলা ফুটবলেই ফোকাস থাকতে চান। তিনি বলেন, ‘কোচিংয়ে ছেলে-মেয়ে বলে কিছু হয় না। কিন্তু আমি এখন শুধুমাত্র মহিলা ফুটবলের ওপরেই জোর দিতে চাই। আমার মনে হয়, আমাদের দেশে ছেলেদের জন্য অনেক ভালো কোচ রয়েছেন। তবে মহিলা ফুটবলের ক্ষেত্রে সেই জায়গায় অভাব রয়েছে। সেই কারণে আমি এখন শুধুমাত্র মহিলা ফুটবলার তৈরির উপরই জোর দিতে চাইছি।’ উল্লেখ্য, শুধুমাত্র প্রিয়া নন, মোট ১১ জন ভারতীয় এবার AFC প্রো লাইসেন্স পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন বাংলার ইয়ান ল সহ গৌরমাঙ্গি সিং, আরাতা ইজুমি, রামন বিজয়নের মতো প্রাক্তন ফুটবলাররা। প্রিয়াদের এই অর্জন ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে গৌরবের বিষয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।