বর্তমানে ভারতীয় ফুটবলের সবচেয়ে চর্চিত নাম আনোয়ার আলি। এই ডিফেন্ডারের ইস্টবেঙ্গলে সই করা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। মাঠের সঙ্গে সঙ্গে মাঠের বাইরেও আনোয়ারকে নিয়ে ইস্ট-মোহনের ডার্বি চলছে। তবে শেষ হাসি কে হাসবে সেটা এখনও স্পষ্ট নয়। কোর্টের নির্দেশে নির্বাসনে স্থগিতাদেশ পাওয়ার পর কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। ৩০ সেপ্টেম্বর আনোয়ার আলি মামলার শুনানি ছিল প্লেয়ার স্টেটাস কমিটিতে। তবে মেল করে শুনানির তারিখ ৬ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন করা হয় দিল্লি এফসির তরফে। আগেই ইস্টবেঙ্গলের তরফে ৩০ তারিখের মিটিংয়ে তারা থাকতে পারবে না বলে জানানো হয়েছিল। এই দুটি কারণকে সামনে রেখে এবার পিছিয়ে দেওয়া হল পিএসসির মিটিং। ১৪ অক্টোবর বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে মিটিং।
সূত্রের খবর দিল্লি এফসির আইনজীবীর তরফে AIFF-এর প্লেয়ার স্টেটাস কমিটির কাছে একটি মেল করা হয়। যেখানে তিনি জানান, স্পাইনাল কডের অস্ত্রোপচারের কারণে ৩০ সেপ্টেম্বরের মিটিংয়ে উপস্থিত থাকতে পারবেন না। আগামী ৮ অক্টোবর তাঁর অস্ত্রোপচার হবে, এরপর ডাক্তারদের পরামর্শে তাঁকে ১ মাসের মতো বিশ্রামে থাকতে হবে। সেই কারণে মিটিংয়ের পরবর্তী ডেট যাতে সেই অনুযায়ী নির্ধারণ করা হয়। তবে ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটির তরফে পুরো আবেদনে সাড়া দেওয়া হয়নি। এক মাসের পরিবর্তে ১৪ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় মিটিং এবং একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানানো হয় এমন ঘটনা আর বরদাস্ত করা হবে না, এটাই শেষবার। তবে মোহবাগান শিবিরের দাবি, দিল্লি এফসি সহ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে কমিটির সিদ্ধান্ত তাদের বিপক্ষে যাবে। তাই জন্য ডেট পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে।
অন্যদিকে, ১৯ অক্টোবর আইএসলে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। সেই ম্যাচে নিজের পুরোনো দলের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা আনোয়ার তা নির্ভর করবে ১৪ তারিখের পিএসসির নির্দেশের উপর। এর আগে আনোয়ারের মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গ সঠিক পদ্ধতিতে হয়নি বলে রায় দিয়েছিল তারা। যার শাস্তি হিসেবে আনোয়ারকে ৪ মাসের জন্য নির্বাসন করা হয়েছিল। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি আগামী ২টি ট্রান্সফার উইন্ডোতে কোনও ফুটবলারকে সই করাতে পারবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল। একই সঙ্গে মোহনবাগানকে ১২.৯০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ছিল। এই নির্দেশের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে মামলা করে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। সেখানেই স্থগিতাদেশ দেওয়া হয় এবং পিএসসি-কে পুনরায় মামলাটি শোনার নির্দেশ দেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।