বুধবার পিএসজি-র তরফ থেকে জানান হয়েছে ফরাসি ফুটবল লিগের আইনি কমিশনের তরফ থেকে কিলিয়ান এমবাপে এবং তাদের মধ্যে একটি মধ্যস্থতার আহ্বান জানান হয়েছিল। বৈঠকের বিষয়টি ছিল পিএসজিতে কিলিয়ান এমবাপের বেতন এবং বোনাস নিয়ে তৈরি হওয়া জটিলতা। ফ্রান্স সুপারস্টার কমিশনকে সম্পৃক্ত হতে বলার পর পিএসজি কর্মকর্তা ও এমবাপের প্রতিনিধিরা প্যারিসে একটি বৈঠক করতে চেয়েছিলেন। এমবাপে, যিনি এই গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন, তিনি বলেছেন পিএসজি-র থেকে তিনি ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৬০ মিলিয়ন ডলার) পান। জানা গিয়েছে কিলিয়ান এমবাপের তরফ থেকে ফরাসি ফুটবল লিগের আইনি কমিশনের এই বৈঠকের প্রস্তাব প্রত্যাখান করা হয়েছে।
বুধবার কমিশনে দুই ঘণ্টার শুনানি নিয়ে সন্তুষ্ট পিএসজি। ক্লাবের তরফ থেকে বলা হয়েছে যে লিগের আইনি কমিশন দলগুলির মধ্যে মধ্যস্থতার সুপারিশ করেছিল, তবে এটা ক্লাবটি কয়েক মাস ধরে চাইছিল। ফরাসি লিগ এবং খেলোয়াড়ের আইনজীবী অবিলম্বে অ্যাসোসিয়েটেড প্রেসের মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
আরও পড়ুন… AFG vs NZ 4th Day: ফের বৃষ্টি, ভেস্তে গেল চতুর্থ দিনের ম্যাচ! এখনও টস আয়োজন করা গেল না
এদিকে আরও একটি খবর সামনে এসেছে। যেখানে বলা হচ্ছে পিএসজি-তে যোগ দিতে পারেন ইয়ামাল। আসলে গত মরশুম শেষ হওয়ার পরে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের এমবাপে। সেই জায়গায় এক জন ফুটবলারকে সই করাতে চাইছে পিএসজি। তাদের নজরে রয়েছেন ইয়ামাল। ১৬ বছরের ইয়ামাল বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। বার্সার হয়েই খেলেন তিনি। ইউরো শেষ হলেই তাঁকে প্রস্তাব দিতে পারে পিএসজি।
আরও পড়ুন… ENG vs AUS 1st T20I: ট্র্যাভিস হেডের ঝোড়ো ব্যাটিং, উড়ে গেল ইংল্যান্ড! ২৮ রানে জিতল অস্ট্রেলিয়া
ক্লাব ও দেশের হয়ে ভালো খেলায় এ বার ‘গোল্ডেন বয়’ পুরস্কার পেতে পারেন ইয়ামাল। এই পুরস্কারের প্রতিষ্ঠাতা মাসিমো ফ্রাঞ্চি জানিয়েছেন, ইয়ামালকে পিএসজিতে সই করতে দেখলে অবাক হবেন না তিনি। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি দেখি ৩১ অগস্ট সব সংবাদপত্রে লেখা যে ইয়ামাল পিএসজি-তে এমবাপের পরিবর্তে সই করেছে তা হলে অবাক হব না।’ তিনি আরও জানিয়েছেন যে ইয়ামালকে ২০০০ কোটি টাকার প্রস্তাব দিতে পারে পিএসজি। সেই বেতনেই তারা নেইমারকে সই করিয়েছিল।
আরও পড়ুন… ধোনির থেকেও ভয়ঙ্কর! বর্ডার-গাভাসকর ট্রফির আগে ভারতের এই ক্রিকেটারকে নিয়ে অজিদের সতর্ক করলেন পন্টিং
বার্সেলোনার সঙ্গে ইয়ামালের চুক্তিতে রয়েছে। তাঁকে সই করাতে হলে বার্সোলানোকে আলাদা করে ৯০০০ কোটি টাকা দিতে হবে। কিন্তু স্পেনের ক্লাবের যা আর্থিক অবস্থা তাতে পিএসজি-র প্রস্তাবে রাজি হয়ে যেতে পারে তারা। ফ্রাঞ্চি বলেন, ‘ভবিষ্যতের কথা ভাবলে ইয়ামাল ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। বার্সার আর্থিক সমস্যা রয়েছে। তাই চুক্তির থেকে কম টাকায় ইয়ামালকে ছেড়ে দিতে পারে ওরা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।