বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > গুরুতর গোড়ালির চোট, মরশুম শেষ নেমারের, অস্ত্রোপচার করতেই হবে ব্রাজিল॥ তারকাকে

গুরুতর গোড়ালির চোট, মরশুম শেষ নেমারের, অস্ত্রোপচার করতেই হবে ব্রাজিল॥ তারকাকে

নেমার।

নেমারকে অস্ত্রোপচার করাতেই হবে। না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে। যা খবর তাতে, কাতারের রাজধানী দোহায় নেমারের অস্ত্রোপচার করানো হবে। অস্ত্রোপচারের পর তাঁর পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

শুভব্রত মুখার্জি: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নেমার জুনিয়রের। গত বছর বিশ্বকাপের নক আউট পর্ব থেকে ছিটকে গিয়েছিল ব্রাজিল দল। আর এ বার পিএসজির হয়ে খেলার সময়ে গোড়ালিতে তাঁর চোট লাগে। যা নিঃসন্দেহে গুরুতর। ফলে তাঁর গোড়ালিকে ঠিক করতে অস্ত্রোপচার করা প্রয়োজন। আর অস্ত্রোপচার করার অর্থ হল চলতি মরশুমের বাকি সময়ে আর কার্যত খেলা হবে না তাঁর।

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নাকানিচোবানি খাইয়ে ৭ গোল,নতুন রেকর্ড গড়ে ফেলল লিভারপুল

পিএসজিতে যোগ দেওয়ার পর বেশ কয়েক বার পর চোটের সমস্যায় পড়েছেন নেমার।চোট সারিয়ে তুলতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোড়ালিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে পিএসজি ৪-৩ ব্যবধানে জেতে। সেই ম্যাচে এই চোট পান নেমার। তার পর থেকে মাঠের বাইরে রয়েছেন তিনি। চলতি মরশুমে লিগে ১৩ গোল এবং ১১টি অ্যাসিস্ট করেছেন তিনি।

আরও পড়ুন: PSG-র জার্সিতে সেরার সেরা রেকর্ড এমবাপের, কাভানির নজির ভেঙে ইতিহাস ফরাসি তারকার

এর আগেও ডান গোড়ালিতে বেশ কয়েক বার আঘাত পেয়েছেন ৩১ বছর বয়সি ফরোয়ার্ড। পিএসজি এক বিবৃতিতে পুরো বিষয়টি তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, পুরোপুরি সেরে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন। নচেৎ ভবিষ্যতে আরও বড় সমস্যা হতে পারে। যা খবর তাতে, কাতারের রাজধানী দোহায় নেমারের অস্ত্রোপচার করানো হবে।বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রোপচারের পর নেমারের পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। আর সে ক্ষেত্রে চলতি মরশুমে আর কোনও ম্যাচ খেলার কোনও সুযোগ নেই তাঁর। বর্তমানে লিগা-ওয়ানের শিরোপা জয়ের লড়াই করছে পিএসজি। আপাতত পিএসজি ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে আছে। আপাতত দুইয়ে থাকার ক্লাবের তুলনায় এগিয়ে ৮ পয়েন্টে।

বন্ধ করুন