বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > PSL 7: ‘আরেকজন স্ট্রাইকার লাগবে নাকি?’, লিভারপুলকে প্রশ্ন ‘ফুটবলার’ ভিভ রিচার্ডসের

PSL 7: ‘আরেকজন স্ট্রাইকার লাগবে নাকি?’, লিভারপুলকে প্রশ্ন ‘ফুটবলার’ ভিভ রিচার্ডসের

পিএসলে ফুটবল পায়ে ভিভি রিচার্ডস। ছবি- টুইটার (@ivivianrichards)।

বর্তমানে পিএসএলে কোয়েট্টার সঙ্গে রয়েছেন যুক্ত রিচার্ডস।

সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয় স্যার ভিভিয়ান রিচার্ডসকে। ৮০-র দশকে তাঁর নাম শুনলেই বোলাররা কাঁপতেন। সেই ভিভ রিচার্ডসই এবার ক্রিকেট ছেড়ে, নিজের সোশ্যাল মিডিয়ায় ফুটবলার  হিসাবে লিভারপুল দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন।

বর্তমানে পাকিস্তান সুপার লিগে কোয়াট্টা গ্ল্যাডিয়েটার্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিদের কিংবদন্তি ক্রিকেটার। সেখানেই ম্যাচের মাঝে সুযোগ পেয়ে ব্যাট-বল, বরং ফুটবল পায়ে মাঠে নেমে পড়লেন ৬৯ বছর বয়সী কিংবদন্তি। ফুটবল পায়ে নিজের এক ছবি পোস্ট করে, সরাসরি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত প্রিমিয়র লিগ ক্লাব লিভারপুলকে সরাসরি তাঁকে সই করানোর প্রস্তাবও দিয়ে দেন ভিভ।  

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যালো লিভারপুল। তোমাদের কি মহম্মদ সালাহ এবং (সাদিও) মানের পাশাপাশি আরেকজন সাংঘাতিক স্ট্রাইকারের প্রয়োজন আছে?’ ভিভ দীর্ঘদিন ইংল্যান্ডে থেকেছেন এবং সেখানে কাউন্টি ক্রিকেট খেলেছেন। তাঁর সময়কালে ইংল্যান্ডের সেরা দল ছিল লিভারপুল, তাই সেই ক্লাবই ভিভের প্রিয় ফুটবল ক্লাব হলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকে না।

বন্ধ করুন