ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই ম্যাচেও শুরু থেকে না নামিয়ে কি বড় ভুল করল পর্তুগাল কোচ? শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে পর্তুগালের ছিটকে যাওয়ার পর থেকেই এই প্রশ্নটা বিশ্ব ফুটবলে ঘুরতে শুরু করেছে।
ইতিহাস গড়ল মরক্কো
ব্যর্থ পর্তুগাল। ৫ মিনিট ১০ জনের মরক্কোকে কাছে পেয়েও গোল দিতে পারল না রোনাল্ডোদের পর্তুগাল। শেষ পর্যন্ত ০-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল।
লাল কার্ড…
৯০+৩ মিনিটে লাল কার্ড দেখলেন মরক্কোর তারকা ফুটবলার ওয়ালিদ চেদ্দিরা। ১০ জনের মরক্কোর বিরুদ্ধে কী করবে পর্তুগাল।
শেষ ৯০ মিনিটের খেলা
৯০ মিনিটের খেলা শেষ, এখনও ১-০ গোলে এগিয়ে মরক্কো। রোনাল্ডোরা কি শেষ মিনিটে কিছু করতে পারবেন? ৮ মিনিটের অতিরিক্ত সময় চলছে।
বাকি ১০ মিনিট
আবার কি বড় অঘটন হতে চলেছে? এখনও গোল করতে পারেনি পর্তুগাল। ম্যাচের ৮০ মিনিট শেষ। বাকি ১০ মিনিটে ম্যাচ কোন দিকে যায় সেটাই দেখার।
৭৫ মিনিট: পর্তুগাল-০, মরক্কো-১
সমতায় ফিরতে মরিয়া চেষ্টা করছে পর্তুগাল। কিন্তু বারবার চেষ্টা করেও সাফল্য পাচ্ছেন না ব্রুনোরা। দেখা যাচ্ছে না রোনাল্ডো ম্যাজিক।
৬৫ মিনিট: পর্তুগাল-০, মরক্কো-১
প্রথমার্ধ থেকেই ১-০ গোলে এগিয়ে রয়েছে মরক্কো। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা করছে পর্তুগাল। কিন্তু বারবার চেষ্টা করেও সাফল্য পাচ্ছেন না ব্রুনোরা।
মাঠে নামলেন রোনাল্ডো
ম্যাচের ৫২ মিনিটে রুবেন নেভাসের জায়গায় মাঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অন্যদিকে রাফায়েল গুয়েরেইরোর জায়গায় মাঠে এলেন জাও ক্যানসেলো।
শুরু দ্বিতীয়ার্ধ
এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করল মরক্কো। রোনাল্ডোর অপেক্ষায় সকলে।
প্রথমার্ধের খেলা শেষ
৪৫ মিনিটের খেলা শেষ হওয়ার পরে ২ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কিছু করতে পারল না পর্তুগাল। প্রথমার্ধে ১-০ এগিয়ে রইল মরক্কো। ইউসুফ এন নাসিরির গোলে এগিয়ে মরক্কো।
গোলললল
ম্যাচের ৪২ মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে দিলেন ইউসুফ এন নাসিরির। চলতি বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় গোল।
নজর কাড়ছেন জোয়াও ফেলিক্স
পর্তুগালের ২৩ বছরে তারকা ফুটবলার বেশ নজর কাড়ছেন।
৩১ মিনিটে পর্তুগালের ফের আক্রমণ
ফের মরক্কোর গোলের সামনে পৌঁছে গিয়েছিল পর্তুগাল। তবে রিফ্লেকশনের কারণে গোলের মুখ থেকে ঘুরে গেল পর্তুগালের আক্রমণ। ৩০ মিনিট হয়ে গেলেও গোলের দেখা পাওয়া গেল না।
২৫ মিনিট: পর্তুগাল-০, মরক্কো-০
এই ম্যাচও কি টাইব্রেকারে গড়াবে? এখনও পর্যন্ত দুই পক্ষই গোলের মুখ খুলতে পারেনি। দুই দলই লড়াই চালাচ্ছে।
১৫ মিনিট: পর্তুগাল-০, মরক্কো-০
ম্যাচের প্রথম থেকেই খেলার রাশ নিজেদের হাতে রাখতে চাইছে পর্তুগাল। তবে মরক্কোও এক ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। ইতিহাস তৈরি করতে চায় মরক্কো।
পর্তুগালের আক্রমণ শুরু
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ শুরু করল পর্তুগাল। ম্যাচের ৫ মিনিটেই মরক্কোর গোলের দরজা খুলে দিয়েছিল পর্তুগাল।
শুরু হয়ে গেল খেলা
স্বাগতম! HT বাংলার লাইভে আপনাকে স্বাগতম। আজ ফিফা বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হচ্ছে পর্তুগাল। তৃতীয়বারের মতো মুখোমুখি দুই দল। এর আগে বিশ্বকাপেই দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। একটি ম্যাচে মরক্কো এবং একটি ম্যাচ পর্তুগাল জিতেছে। ১৬ রাউন্ডে, মরক্কো স্পেনকে পেনাল্টি শুটআউটে পরাজিত করে। একই সঙ্গে সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। কাতারের আলথুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
দেখে নিন পর্তুগালের একাদশ
এক নজরে মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের প্রথম একাদশ-দিয়োগো কোস্টা, দিয়োগো দালত, পেপে, রুবেন দিয়াজ, রাফায়েল গারেরো, রুবেন নেভেস, ওটাভিও, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, গন্সালো ব়্যামোস।
দেখে নিন মরক্কোর একাদশ
ইতিহাসের লক্ষ্যে নামছে মরক্কো। এক নজরে দেখে নিন পর্তুগালের বিরুদ্ধে তাদের প্রথম একাদশ-বোনোউ, আতিতালা, সেস, ইয়ামিক, আশরাফ হাকিমি, অমরাবত, বোফল, অমল্লা, উনাহি, হাকিম জিয়েচ, এনিসিরি
রোনাল্ডো প্রথম একাদশে নেই
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই ম্যাচেও শুরু থেকে খেলানো হবে কি না তা নিয়ে সন্দেহ ছিল। স্যান্তোস তাঁকে বদলি হিসেবেই নামাবেন এই ম্যাচেও। কারণ সুইসদের বিপক্ষে হ্যাটট্রিক করা রামোসের দিকে বাড়তি নজর থাকবে। মাঝমাঠে ব্রুনো ফার্নান্ডেজ রয়েছে। তিনি যেমন গোল করতে ভালবাসেন, তেমনই গোল করাতেও ভালবাসেন। রোনাল্ডোকে শেষের দিকে নামানো হবে।
হেড টু হেডের কী ফল হয়েছিল?
এখনও পর্যন্ত মোট ২ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো। ১৯৮৬ সালে বিশ্বকাপের মঞ্চে সেই ম্যাচে ৩-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেয় মরক্কো। ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চেই দেখা হয়েছিল ২ দলের। সেই ম্যাচে যদিও ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোনাল্ডো বাহিনী। মরক্কো মোট ৩টি গোল করেছে ও পর্তুগাল মোট ২টি গোল করেছে মুখোমুখি মহারণে।