কলকাতা ডার্বিতে আবারও ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান। চলতি মরশুমে কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। সিনিয়র হোক বা জুনিয়র, সব পর্যায়েই মোহনবাগানের কাছে হারতে হচ্ছে লাল হলুদ শিবিরকে। শনিবার অনূর্ধ্ব-১৫ লিগের ম্যাচেও এর ব্যতিক্রম ঘটল না। এই ম্যাচেও ইস্টবেঙ্গলকে পরাজিত করল মোহনবাগান। এদিনের ম্যাচটি ৪-২ গোলে জিতল সবুজ মেরুন ব্রিগেড।
কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। দলের হয়ে রাজদীপ পাল হ্যাটট্রিক করেন, অপর গোলটি করেন রোহিত বর্মন। উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচে দলে পর্যাপ্ত অনূর্ধ্ব-১৫ ফুটবলার না থাকায় অনূর্ধ্ব-১৩ দলের সাতজন খেলোয়াড়কে খেলিয়ে ছিল মোহনবাগান। তাতেও ম্যাচ জয়ের ক্ষেত্রে মোহনবাগানের ছোটদের কোনও সমস্যা হয়নি।
আরও পড়ুন … IND vs ENG: সাদা বলের ক্রিকেটে অনেকটা পিছিয়ে পড়েছে ইংল্যান্ড: নাসের হুসেনের চিন্তায় বাটলারদের পারফরমেন্স
মোহনবাগান একটা সময় ৪-০ গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোল শোধ করেন রোমিত দাস ও শিশির সরকার। তবে তা ম্যাচের ফলাফলে কোনও পরিবর্তন করতে পারেনি। অর্থাৎ শেষ পর্যন্ত ম্যাচটি জিতে মাঠে ছাড়ে মোহনবাগান।
এদিনের ম্যাচে জয়ের ফলে চলতি মরশুমে এখন পর্যন্ত সাতটি কলকাতা ডার্বি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান। সবশেষ ২৯ জানুয়ারি অনূর্ধ্ব-১৭ লিগের ম্যাচ ড্র হয়েছিল।
আরও পড়ুন … Ranji Trophy: কেরলের নীধীশের শিকার পাঁচ উইকেট! প্রথম দিনে জম্মু ও কাশ্মীর তুলল ২২৮/৮
এই লিগে ইস্টবেঙ্গলের সামনে আরও একটি সুযোগ রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার। ৪ মার্চ ফিরতি পর্বের ডার্বি অনুষ্ঠিত হবে। এছাড়া, ইস্টবেঙ্গল বাকি ম্যাচগুলো খেলবে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি, মহমেডান, অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে। প্রতিটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলতে হবে তাদের।
মোহনবাগানও বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি, মহমেডান, অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে ম্যাচ খেলবে। তবে আপাতত কলকাতা ডার্বিতে তাদের দাপট অক্ষুণ্ন থাকল। এখন দেখার বিষয় অনূর্ধ্ব-১৫ লিগের ফিরতি লেগের ম্যাচে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।