শুভব্রত মুখার্জি:- মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাধিকা মার্চেন্ট। তাঁদের বিয়েকে কেন্দ্র করে প্রি-ওয়েডিং থেকেই চলছে একেবারে উৎসবের মেজাজ। দেশ, বিদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের তারকা,গুণী মানুষরা এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। চাঁদের হাট বসেছে বললেও মনে হয় কম বলা হয়ে যায়। কে নেই সেখানে? বলিউড,হলিউড থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল-সহ সমস্ত ক্রীড়া দুনিয়ার তারকারা জড়ো হয়েছিলেন সেখানে। এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। আর অনন্ত আম্বানির বিয়েতে বাকি সবার সঙ্গে পার্টি মুডে ধরা দিলেন তিনিও। তাঁর নাচের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। বলিউড তারকা তথা রিল লাইফের 'কপিল দেব' রণবীর সিংকে ভিডিয়োয় দেখা গিয়েছে কার্যত ফিফা প্রেসিডেন্টকে নাচের বিভিন্ন স্টেপ শিখিয়ে নাচাতে।
পার্টিতে তখন চলছিল বিখ্যাত গান 'ডেসপাসিতো'। উপস্থিত ছিলেন গানের গায়ক লুই ফন্সিও। সেই গানেই তখন জমিয়ে নাচ করতে দেখা যায় রণবীরকে। পাশেই উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুররাও। তাঁরাও যোগ দেন রণবীরের সঙ্গে নাচে। এরপর শুরু হয় 'মুন্ডিয়া তু বাচকে' গানটি। সেখানে ও প্রাণ খুলে নাচতে দেখা যায় তারকাদের।
মুম্বইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে বসেছিল বিয়ের আসর। যেখানে উপস্থিত হয়ে তারকাদের নাচে, গানে মেতে থাকতে দেখা যায়। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিয়ো সামনে এসেছে। যেখানে তারকাদের পাশাপাশি বিজনেস ম্যানদের ও নাচতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে এক্সে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। গায়ক এপি ধিলোঁ তখন তাঁর 'ইনসেন' গানটি স্টেজে গাইছিলেন। সেই সময়েই ঘটে ফিফা প্রেসিডেন্টের নাচের সেই অবিস্মরণীয় মুহূর্ত।
এই গানের সঙ্গে জমিয়ে নাচছিলেন রণবীর সিং। তাঁর পাশেই ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এই সময়ে হঠাৎ করে রণবীর পিছন দিক থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে ধরে নেন। তারপর একবার ডানদিক, একবার বাঁদিক করে তাঁকে নাচাতে থাকেন। এর কিছুক্ষণ পরে রণবীর ইনফান্তিনোর হাতে একটি 'গান্ডাসি' অর্থাৎ কুঠার জাতীয় জিনিস তুলে দেন।
ইনফান্তিনোকে দেখা যায়, এরপর ওই জিনিসটি নিয়েই নাচ করতে। সবাই বিষয়টি খুব উপভোগ করতে থাকেন এবং তাঁর সঙ্গেই হাসতে হাসতেই নাচতে দেখা যায়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয় ' আম্বানিদের বিয়েতে রণবীরের হাতে নাচছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। হাতে রয়েছে কুঠার। স্বপ্নেও ভাবিনি।' তবে এখানেই শেষ নয়, রণবীর এরপর একাধিক গানে নাচ করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।