মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। নিজেদের ঘরের মাঠে দু’বার এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ হল পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। অন্যদিকে পিছিয়ে পরেও লড়াই কী ভাবে করতে হয় তা দেখিয়ে দেয় এমবাপে, বেলিংহ্যামরা। এদিকে অন্য ম্যাচে প্রত্যাশা মতো দাপট দেখাল পিএসজি এবং ডর্টমুন্ডও। জয় পেয়েছে জুভেন্টাসও। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার লড়াই জমে উঠেছে বেশ।
সিটির বিরুদ্ধে দু’বার কামব্যাক রিয়ালের:
ম্যানচেস্টার সিটির জন্য এই মরশুমটা মোটেই সুখের নয়। ইংলিশ প্রিমিয়ার লিগেও খুব একটা ভালো জায়গায় নেই তারা। চ্যাম্পিয়ন্স লিগেও কোনও রকমে বাদ পড়তে পড়তে প্লে অফে এসে পৌঁছেছে। আর সেখানেই প্লে অফের প্রথম লেগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের কাছে ধরাশায়ী হতে হল তাদের। তবে ম্যাচে কিন্তু আগাগোড়া আধিপত্য বেশি ছিল হালান্ডদের। খেলার ১৯ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছারে তারা। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ৬০ মিনিটে সমতা ফেরায় এমবাপে। তারপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা চলতে থাকে।
খেলার শেষের দিকে নিজেদের দাপট বাড়ায় রিয়াল। কিন্তু ৮০ মিনিটে সিটি ফুটবলার ফোডেনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। খেলার গতির বিপরীতে গিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দিতে ভুল করেননি হালান্ড। আর এরপরেই যেন আরও জ্বলে ওঠে রিয়াল মাদ্রিদ। ৮৬ মিনিটে সমতায় ফেরে তারা। গোল করেন ৮৪ মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজ। এরপর ইনজুরি টাইমে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম। খেলা শেষে তিনি বলেন, ‘এটা অদ্ভুত ম্যাচ ছিল। আমরা এই মরশুমের সেরা ফুটবলটা খেলছিলাম, কিন্তু দু’বার পিছিয়ে পড়ি। সিটি কোন ফর্মে রয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তারা সবসময় অসাধারণ দল। তাদের বিরুদ্ধে লড়াইটা সর্বদা কঠিন। শেষ পর্যন্ত আমরা জিততে পেরেছি।’
জয় পেল জুভেন্টাস, ডর্টমুন্ড এবং পিএসজি:
চ্যাম্পিয়ন্স লিগের অন্য প্লে অফের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং সিপি এবং বুরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস এবং পিএসভি, ব্রেস্ট এবং পিএসজি। সেখানে দাপটের সঙ্গে জয় পায় ডর্টমুন্ড এবং পিএসজি। স্পোর্টিং সিপিকে ৩-০ ব্যবধানে হারায় ডর্টমুন্ড। অন্যদিকে ব্রেস্টকেও ৩-০ ব্যবধানে হারায় পিএসজি। তুলনামূলক লড়াই করতে হয় জুভেন্টাসকে। তারা পিএসভিকে ২-১ ব্যবধানে পরাজিত করে। উল্লেখ্য, এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে অফের দ্বিতীয় লেগের খেলাগুলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।