লা লিগায় রবিবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এটি এই টুর্নামেন্টে মরশুমের প্রথম মাদ্রিদ ডার্বি ছিল। এমবাপে বিহীন রিয়ালের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ ছিল অ্যাটলেটিকোর কাছে। ঘরের মাঠে দর্শকে ঠাসা স্টেডিয়াম থাকায় বাড়তি সুবিধা ছিল তাদের জন্য। কিন্তু খেলার মাঝেই অ্যাটলেটিকো সমর্থকদের তাণ্ডবে প্রায় ১৫ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ। রিয়ালের গোলকিপার কুর্তোয়াকে লক্ষ্য করে ছুড়ে মারা হয় লাইটার সহ নানা বস্তু। এরকম অবস্থায় অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের দর্শকদের কাছে গিয়ে শান্ত হওয়ার জন্য আবেদন করতেও দেখা যায়। মাদ্রিদ ডার্বি মানেই উত্তেজনা, সেটা মাঠে হোক কিংবা মাঠের বাইরে। এদিনও তার অন্যথা হল না।
রবিবার ম্যাচের শুরু থেকে দু’দলের লড়াই সমানে সমানে ছিল। যেই কারণে প্রথমার্ধ শেষ ০-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদ। গোল করেন এদের মিলিতাও। ৬৩ মিনিটে বল নিয়ে অ্যাটলেটিকোর গোলের দিকে এগিয়ে যেতে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করা হলে ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে লুকা মদরিচ পাস দেন ভিনিসিয়াসকে, তাঁর বাম দিক থেকে ক্রস করানো বলে শট করে বল জালে জড়িয়ে দেন মিলিতাও। এরপরই ৬৮ মিনিটে অ্যাটলেটিকোর দর্শকরা রিয়ালের গোলকিপারকে লক্ষ্য করে লাইটার সহ যা হাতের কাছে পায় তা নিক্ষেপ করা শুরু করে। এরকম পরিস্থিতিতে খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়।
যখন খেলা শুরু হয় তখন দু’দলই আক্রমণ-প্রতিআক্রমণ শুরু করে। একাধিক গোলের সুযোগ তৈরি করে রিয়াল এবং অ্যাটলেটিকোর ফুটবলারররা। কিন্তু কাজের কাজ কেউ করতে পারেননি। যখন একটা সময় মনে হচ্ছিল মাদ্রিদ ডার্বি জিতে বাজিমাত করবে রিয়াল তখনই গোল করে তাদের সেই স্বপ্ন ভঙ্গ করে অ্যাটলেটিকো। ইনজুরি টাইমের ৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাঞ্জেল কোরেয়া। যদিও প্রথমে গোলটি অফসাইড দেওয়া হয়, পরে রেফারি VAR ব্যবহার করে দেখতে পান কোরেয়া অফসাইড ছিলেন না। তাই গোলটিকে ন্যায্য ঘোষণা করা হয়। এরপরও ম্যাচে নাটক বাকি ছিল। ইনজুরি টাইমের ৮ মিনিটে রিয়ালের ফুটবলারকে ফাউল করায় লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার মার্কোস লোরেন্তে। এক্ষেত্রেও তাঁকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়, পরবর্তীতে VAR ব্যবহার করে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন রেফারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।