বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Real Madrid: রিয়ালের গোলকিপারকে আক্রমণ অ্যাটলেটিকো ফ্যানের, সাময়িকভাবে বন্ধ হল খেলা, শেষে ড্র

Real Madrid: রিয়ালের গোলকিপারকে আক্রমণ অ্যাটলেটিকো ফ্যানের, সাময়িকভাবে বন্ধ হল খেলা, শেষে ড্র

টানটান উত্তেজনায় শেষ হল লা-লিগায় মরশুমের প্রথম মাদ্রিদ ডার্বি।  (REUTERS)

টানটান উত্তেজনায় শেষ হল লা লিগায় মরশুমের প্রথম মাদ্রিদ ডার্বি। এমবাপে বিহীন রিয়ালকে আটকে দিল অ্যাটলেটিকো। খেলার ফলাফল ১-১। দর্শকদের তাণ্ডবের জন্য ১৫ মিনিটের জন্য বন্ধ রাখতে হল খেলা। 

লা লিগায় রবিবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এটি এই টুর্নামেন্টে মরশুমের প্রথম মাদ্রিদ ডার্বি ছিল। এমবাপে বিহীন রিয়ালের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ ছিল অ্যাটলেটিকোর কাছে। ঘরের মাঠে দর্শকে ঠাসা স্টেডিয়াম থাকায় বাড়তি সুবিধা ছিল তাদের জন্য। কিন্তু খেলার মাঝেই অ্যাটলেটিকো সমর্থকদের তাণ্ডবে প্রায় ১৫ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় ম্যাচ। রিয়ালের গোলকিপার কুর্তোয়াকে লক্ষ্য করে ছুড়ে মারা হয় লাইটার সহ নানা বস্তু। এরকম অবস্থায় অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলারদের দর্শকদের কাছে গিয়ে শান্ত হওয়ার জন্য আবেদন করতেও দেখা যায়। মাদ্রিদ ডার্বি মানেই উত্তেজনা, সেটা মাঠে হোক কিংবা মাঠের বাইরে। এদিনও তার অন্যথা হল না।

রবিবার ম্যাচের শুরু থেকে দু’দলের লড়াই সমানে সমানে ছিল। যেই কারণে প্রথমার্ধ শেষ ০-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদ। গোল করেন এদের মিলিতাও। ৬৩ মিনিটে বল নিয়ে অ্যাটলেটিকোর গোলের দিকে এগিয়ে যেতে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করা হলে ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে লুকা মদরিচ পাস দেন ভিনিসিয়াসকে, তাঁর বাম দিক থেকে ক্রস করানো বলে শট করে বল জালে জড়িয়ে দেন মিলিতাও। এরপরই ৬৮ মিনিটে অ্যাটলেটিকোর দর্শকরা রিয়ালের গোলকিপারকে লক্ষ্য করে লাইটার সহ যা হাতের কাছে পায় তা নিক্ষেপ করা শুরু করে। এরকম পরিস্থিতিতে খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়।

যখন খেলা শুরু হয় তখন দু’দলই আক্রমণ-প্রতিআক্রমণ শুরু করে। একাধিক গোলের সুযোগ তৈরি করে রিয়াল এবং অ্যাটলেটিকোর ফুটবলারররা। কিন্তু কাজের কাজ কেউ করতে পারেননি। যখন একটা সময় মনে হচ্ছিল মাদ্রিদ ডার্বি জিতে বাজিমাত করবে রিয়াল তখনই গোল করে তাদের সেই স্বপ্ন ভঙ্গ করে অ্যাটলেটিকো। ইনজুরি টাইমের ৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাঞ্জেল কোরেয়া। যদিও প্রথমে গোলটি অফসাইড দেওয়া হয়, পরে রেফারি VAR ব্যবহার করে দেখতে পান কোরেয়া অফসাইড ছিলেন না। তাই গোলটিকে ন্যায্য ঘোষণা করা হয়। এরপরও ম্যাচে নাটক বাকি ছিল। ইনজুরি টাইমের ৮ মিনিটে রিয়ালের ফুটবলারকে ফাউল করায় লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার মার্কোস লোরেন্তে। এক্ষেত্রেও তাঁকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়, পরবর্তীতে VAR ব্যবহার করে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন রেফারি।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু ছিঃ ছিঃ!দুর্গা প্রতিমাকে কেটে ভাসানো হল নদীতে,ভিডিয়ো দেখিয়ে মমতাকে তোপ শুভেন্দুর বিজয়ার পোস্টে মা ও দুর্গামাকে মিলিয়ে দিলেন স্বস্তিকা, শুভেচ্ছায় 'না' শ্রীলেখার গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম ৭ রাশির কর্মজীবনে আসবে দুর্দান্ত সাফল্য, দেখুন কী বলছে সাপ্তাহিক ট্যারো রাশিফল বিহারে দশমীর ভোরে গুলি, পুজো মণ্ডপের কাছেই রক্তাক্ত চার যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.