মরশুমের শুরুতেই দুঃসংবাদ, করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা
1 মিনিটে পড়ুন . Updated: 23 Jul 2021, 06:35 PM IST- ইউরোর পরে এমনিতেই রিয়াল শিবিরে দেরি করে যোগ দিয়েছেন করিম বেঞ্জেমা।
আর মাসখানেক পরেই শুরু হয়ে যাবে ক্লাব ফুটবলের আসর। ইতিমধ্যেই দলবদল ও বিভিন্ন ক্লাবের প্রাক মরশমের ম্যাচের মধ্যে দিয়ে তার দামামা বেজে গিয়েছে। জোরকদমে নতুন ম্যানেজার কার্লো আনসেলোত্তির অধীনে প্রস্তুতি শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদও।
তবে শুরু হতে না হতেই দুঃসংবাদ লস ব্লাঙ্কোসের শিবিরে। করোনায় আক্রান্ত দলের তারকা স্ট্রাইকার ও এই মরশুমে ক্লাবের সহ-অধিনায়ক করিম বেঞ্জেমা। ফ্রান্স তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর শিকার করে নেওয়া হয়েছে স্প্যানিশ দলের তরফে।
রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে ছোট এক বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের তরফে জানানো হচ্ছে যে আমাদের ফুটবলার করিম বেঞ্জেমা করোনা আক্রান্ত হয়েছেন।’
ছয় বছর পর জাতীয় দলে সুযোগ পেয়ে ইউরোর পরে এমনিতেই ছুটি কাটিয়ে দেরি করে রিয়াল শিবিরে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী ফরাসি তারকা। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত ১০ দিন নিভৃতবাসেই কাটাতে হবে তাঁকে। ফ্রান্সের হয়ে ২৮ জুন শেষবার মাঠে নেমেছিলেন বেঞ্জেমা। এরপর ছুটি ও করোনার জেরে আরও দেরিতে ট্রেনিং শুরু করার ফলে স্বাভাবিকভাবেই নিজের পূর্ণ ফিটনেসে ফিরতে আরও সময় লাগবে তাঁর।