কোপা ডেল রে'র কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এই ম্যাচে এগিয়ে থেকে হারতে হল অ্যাটলেটিকোকে। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে অ্যাটলেটিকো। ম্যাচের ১৯ মিনিটের মাথায় মোরাতার গোলে এগিয়েও যায় সিমিওনের দল। কিন্তু সেই ফল ধরে রাখতে পারেনি তারা। অবশ্য প্রথমার্ধ পর্যন্ত ম্যাচ নিজেদের দখলেই রেখেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় কিছুটা হলেও ঘুরে যায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মধ্যে ফেরার মরিয়া চেষ্টা করে রিয়াল। সমতা ফেরাতে অনেকটাই সময় নিতে হয় আনসেলত্তির ছেলেদের। ৭৯ মিনিটের মাথায় রদ্রিগোর থেকে প্রথম গোলটি আসে। আর তাতেই কিছুটা হলেও অক্সিজেন ফিরে পায় রিয়াল মাদ্রিদ। সমতা ফেরালে ম্যাচ জিততে আরও ঝাপিয়ে পড়ে দুই দল। কিন্তু নির্ধারিত সময়ে কোনও দলই গোলের দেখা পায়নি।
নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সেয়ানে-সেয়ানে লড়াই করতে থাকে দুই দল। তবে ৯৯ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাটলেটিকো মাদ্রিদের সাভিক। ১০ জনে হয়ে যায় সিমিওনের দল। এরপর আর কোনওভাবেই ম্যাচে ফিরতে পারেনি অ্যাটলেটিকো। ১০৪ মিনিটের মাথায় গোল দিয়ে দলের ব্যবধান বাড়ান করিম বেঞ্জিমা।
এরপর কিছুটা হলেও ডিফেন্সিভ মুডে চলে যায় রিয়াল। তবে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করলেও তা কোনও ভাবেই সম্ভব হয়নি। বিশেষ ১০ জনের অ্যাটলেটিকো তখনই ম্যাচ থেকে বেড়িয়ে যায়। ভিনি জুনিয়র ১২১ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন রিয়ালের হয়ে। আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায়। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে কোপা ডেল রের থেকে বিদায় নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে এই ম্যাচে একটা সময় পর্যন্ত এগিয়ে ছিল সিমিওনের দল। কিন্তু রিয়ালের হার না মানা মানসিকতার কাছে পিছু হাঁটতে হল অ্যাটলেটিকোকে।
কোপা ডেল রের অন্য অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ভ্যালেন্সিয়া এবং অ্যাথলেটিক ক্লাব। আর সেই ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিল অ্যাথলেটিক ক্লাব। ৩৫ মিনিটের মাথায় অ্যাথলেটিক ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন মুনিয়েইন। এর কিছুক্ষণের মধ্যে নিজেদের ভুলে বিপক্ষকে গোল উপহার দেন অ্যাথলেটিক ক্লাবের ফুটবলাররা। ৪৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন মার্কোস। কিছুটা হলেও স্বস্তি ফেরে ভ্যালেন্সিয়ার। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস। এরপর ৭৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন মিকেল ভেসগা। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। ফলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে সেমিতে অ্যাথলেটিক ক্লাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।