শুভব্রত মুখার্জি: দীর্ঘ চার দশকের খরা কাটিয়ে অবশেষে কলকাতা লিগের খেতাব জিততে সমর্থ হয়েছে কলকাতার অন্যতম প্রধান মহমেডান স্পোর্টিং ক্লাব। ফাইনালে রেলওয়েজকে হারিয়ে এই জয় এসেছে সাদা কালো ব্রিগেডের জন্য। দীর্ঘ চার দশকের শাপমুক্ত হয়েছে ক্লাব। মহামেডানের এই জয় কোন অংশে ঐতিহাসিক জয়ের কম নয়।এবার সাদা কালো ব্রিগেডের সেই ঐতিহাসিক জয়ে সামিল হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা লিগের চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষ আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রীকে। করোনা আবহে এই লিগ জয় স্বাভাবিকভাবেই এক গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট। গত বৃহস্পতিবার যুবভারতীতে ৪০ হাজার দর্শককে সাক্ষী রেখে শিরোপা জয়ের ম্যাচে রেলওয়েজকে ১-০ গোলে হারিয়ে ১৯৮১ সালের পরে প্রথম ট্রফি জেতে তারা । ফলে ৪০ বছর পর কলকাতার অন্যতম প্রধানের ক্লাবে এল কলকাতা লিগ ট্রফি।
এই নিয়ে ১২ বার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান। সাফল্য উদযাপনের জন্য ময়দানের ক্লাব তাঁবুতেই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ক্লাব তাঁবুতেই লিগ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে ক্লাব। ফুটবলার সহ সমস্ত সাপোর্ট স্টাফদের পুরস্কৃত করা হবে। মুখ্যমন্ত্রীর হাত দিয়েই ফুটবলারদের সংবর্ধিত করবে ক্লাব। মহমেডান সচিব দানিশ ইকবালের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।