২৮ অগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা পুলিশ ম্যাচ, তবে বাতিল হয়ে গেল বুধবারের সেই ম্যাচ। শোনা যাচ্ছে পয়েন্ট ভাগাভাগি নয়, সূত্রের খবর ম্যাচটি পিছিয়ে দিয়েছে আইএফএ। ম্যাচের একদিন আগে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২৮ অগস্ট ইস্টবেঙ্গল ও ক্যালকাটা পুলিশ ম্যাচটি বাতিল করা হয়েছে। তবে এই ম্যাচ বাতিলের কারণ হিসেবে প্রযুক্তিগত সমস্যা দেখানো হয়েছে। যদিও সেটা কী সমস্যা তা খোলসা করে জানায়নি আইএফএ। ম্যাচটা বাতিল হলেও দুই দলের মধ্যে এখনই পয়েন্ট ভাগ হচ্ছে না। ম্যাচটা পরে কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
ম্যাচ বাতিলের কারণ কী?
আইএফএল এই ম্যাচ বাতিলের কারণ হিসাবে প্রযুক্তিকে দায় করলেও অনেকেই এই ম্যাচ বাতিলের কারণ অন্য কিছুকে দেখছেন। তাদের মতে এর কারণ হল আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনা, আর সেটাই খেলার মাঠে বেশ প্রভাব ফেলছে। আসলে সমালোচকরা বলছেন, ২৮ অগস্ট ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বনধকে সমর্থন করছে না সরকার। তাদের পক্ষ থেকে সব কাজ সচল রাখার বার্তা দেওয়া হয়েছে। এই দিনেই রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সব মিলিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছে আইএফএ। যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই হয়তো ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তারা।
আরও পড়ুন… গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ICC, কেমন ছিল তরুণ ক্রিকেট প্রশাসক জয় শাহের যাত্রা?
আর কোন ম্যাচ বাতিল করা হয়েছে?
কলকাতা লিগের সূচি অনুযায়ী, বুধবার হওয়ার কথা ছিল মোট দুটো ম্যাচ। ইস্টবেঙ্গল ও ক্যালকাটা পুলিশ আর অপর ম্যাচটি ছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ও ক্যালকাটা কাস্টমসের। দুটি ম্যাচই বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও ২২ অগস্ট বৃষ্টির জন্য দ্বিতীয়ার্ধ ভেস্তে যাওয়া মহমেডান বনাম সুরুচি সংঘের ম্যাচ শেষ করার পরিকল্পনাও ছিল। তবে সেটাও করা যাচ্ছে না। ইস্টবেঙ্গল ম্যাচের মতোই বাকি ম্যাচগুলো কবে অনুষ্ঠিত হবে তা এখনই জানানো হয়নি।
আরও পড়ুন… পাকিস্তান সিরিজ শেষে এখনই দেশে ফিরবেন না শাকিব! অলরাউন্ডারের পাশে থাকার ইঙ্গিত দিল BCB
ম্যাচের সূচি পরিবর্তন
তবে চলতি মরশুমে এটা প্রথমবার হল না। এর আগেও ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচ বাতিল করা হয়েছিল। সেবারে নিরাপত্তার কারণ দেখান হয়েছিল। আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। সেই আবহে নিরাপত্তার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছিল ম্যাচটি। এরপর কলকাতা থেকে ডুরান্ড কাপ সরে গেলেও কলকাতার তিন প্রধানের দাবি মেনে ফের ফেরানো হয় ডুরান্ড কাপ। তবে আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনা যে খেলার মাঠে বেশ প্রভাব ফেলছে তা পরিষ্কার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।