শেষ পর্যন্ত রবি হাঁসদাকে সই করিয়ে চমক দিল মহামেডান। লোনে ক্যালকাটা কাস্টমসের থেকে তাঁকে নেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সোমবার। সন্তোষ ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। ফাইনাল ম্যাচে তাঁর করা একমাত্র গোলেই দীর্ঘদিন পর ভারত সেরা হয়েছিল বাংলা। পুরো প্রতিযোগিতায় ১২ গোল করেছিলেন তিনি, ভেঙে দিয়েছিলেন মহম্মদ হাবিবের পাঁচ দশকেরও পুরনো রেকর্ড। এরপরেই তাঁকে দলে নেওয়ার জন্য উঠে পরে লেগেছিল কলকাতা ফুটবলের অন্যতম বড় দুটি ক্লাব ইস্টবেঙ্গল এফসি এবং মহামেডান এসসি। দু’দলই রবিকে নিজেদের দলে নেওয়ার জন্য বেশ আগ্রহী ছিল। শেষ পর্যন্ত এই দড়ি টানাটানিতে বাজিমাত করল মহামেডান।
এবছরই প্রথমবার ISL খেলছে মহামেডান। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হয়ে এই যোগ্যতা অর্জন করেছে তারা। প্রথম মরশুমে শুরুটা ভালো হয়নি তাদের। তবে আগেই ক্লাব কর্তারা শিকার করে নিয়েছিলেন যে আইলিগের তুলনায় ISL-এর মান অনেক উন্নত, সেই কারণে চ্যালেঞ্জটাও অনেক কঠিন। এখনও পর্যন্ত এই মরশুমে ISL-এ ১৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে মহামেডান। তবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কর্তারা। তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই কোনও রকম দেরি না করে রবি হাঁসদাকে সই করিয়ে চমক দিয়েছে তারা। মহামেডানের টিম ম্যানেজমেন্ট আশাবাদী যে রবির গোল করার দক্ষতার ফায়দা পাবে দল। এখন দেখার নতুন বছরে নতুন দলে বাংলার সন্তোষ জয়ের নায়কের যাত্রাটা কেমন হয়।
তবে চ্যালেঞ্জটা তাঁর পক্ষেও সহজ নয়। ISL-এ লড়াইটা যে বেশ কঠিন হবে সেটা নিজেও হয়তো জানেন রবি। এই সুযোগটাই বদলে দিতে পারে তাঁর পুরো ফুটবল জীবন। তাঁর মধ্যে বড় মঞ্চে খেলার সব রকম যোগ্যতা রয়েছে এই বিষয়ে সন্দেহ নেই। কোচ সঞ্জয় সেনও জানিয়েছিলেন, তাঁর দলের একাধিক ফুটবলারের বড় মঞ্চে খেলার যোগ্যতা রয়েছে। কাস্টমসের সঙ্গে ৩১ মে ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রবি হাঁসদা। এই ক্লাবের সঙ্গে তাঁর আন্তরিকতা অনেক বেশি। গত মরশুমে বড় চোট পেয়েছিলেন তিনি। সেই সময় চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছিল কাস্টমস। প্রায় পুরো বছর না খেললেও তাঁকে আর্থিক সাহায্য করে গিয়েছিল তারা। চলতি মরশুম শুরুর আগে রবির বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে রবি সংসারের কথা ভেবে খেলা ছেড়ে চাষবাস ও বাবার টোটো চালানোর কথা ভেবেছিলেন। সেই সময়েও পাশে দাঁড়িয়েছিল এই ক্লাব। সেই জন্যই দীর্ঘমেয়াদি চুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন রবি। তাই এই মুহূর্তে তাঁকে লোনে নেওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই বাকি দলগুলির কাছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।