বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > বদলে গেল এসসি ইস্টবেঙ্গলের কোচ, রবি ফাওলারের জায়গায় এলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন

বদলে গেল এসসি ইস্টবেঙ্গলের কোচ, রবি ফাওলারের জায়গায় এলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন

রিয়াল মাদ্রিদ 'বি' দলের প্রাক্তন কোচ ম্যানুয়েল 'মানোলো' দিয়াজ (ছবি:টুইটার)

বদলে গেল এসি ইস্টবেঙ্গলের কোচ। বদলে দেওয়া হল লাল হলুদ কোচকে। রবি ফাওলারের জায়গায় এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদের 'বি' দলের কোচ ম্যানুয়েল 'মানোলো' দিয়াজ।

বদলে গেল এসি ইস্টবেঙ্গলের কোচ। বদলে দেওয়া হল লাল হলুদ কোচকে। রবি ফাওলারের জায়গায় এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদের 'বি' দলের কোচ ম্যানুয়েল 'মানোলো' দিয়াজ। এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসসি ইস্টবেঙ্গল তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, ‘এসসি ইস্টবেঙ্গল নিশ্চিত করছে যে, ক্লাব রবি ফাওলারের সঙ্গে প্রধান কোচের চুক্তি পারস্পরিক সম্মতিতে সমাপ্তি করছে। আমরা রবিকে তার ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভ কামনা জানাই এবং শ্রী সিমেন্ট লিমিটেডের সাথে তার অব্যাহত সহযোগিতার প্রত্যাশা করি। ’

এই বার্তা দেওয়ার পরেই নতুন কোচের নাম ঘোষণা করে এসসি ইস্টবেঙ্গল। তাদের পক্ষ থেকে বলা হয় ‘হিরো ইন্ডিয়ান সুপার লিগ ২০২১-২২ মরশুমের জন্য নতুন প্রধান কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ঘরের প্রাক্তন কোচ ম্যানুয়েল 'মানোলো' দিয়াজকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত।’

বন্ধ করুন