বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > বার্সেলোনার প্রখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দিলেন রোনাল্ডিনহোর ছেলে

বার্সেলোনার প্রখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দিলেন রোনাল্ডিনহোর ছেলে

রোনাল্ডিনহোর ছেলে এবার বার্সার যুব অ্যাকাডেমিতে (ছবি-টুইটার)

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ‘লা মাসিয়া’ অ্যাকাডেমি ফুটবল অত্যন্ত প্রসিদ্ধ ফুটবল অ্যাকাডেমি। যে অ্যাকাডেমি থেকে খেলেই বর্তমান কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি উঠে এসেছেন। এবার সেই অ্যাকাডেমির সঙ্গেই চুক্তিবদ্ধ হলেন আরেক কিংবদন্তি ফুটবলারের ছেলে।

শুভব্রত মুখার্জি: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ‘লা মাসিয়া’ অ্যাকাডেমি ফুটবল অত্যন্ত প্রসিদ্ধ ফুটবল অ্যাকাডেমি। যে অ্যাকাডেমি থেকে খেলেই বর্তমান কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি উঠে এসেছেন। এবার সেই অ্যাকাডেমির সঙ্গেই চুক্তিবদ্ধ হলেন আরেক কিংবদন্তি ফুটবলারের ছেলে। লা মাসিয়াতে চুক্তিবদ্ধ হয়েছেন ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডিনহো গাউচোর ছেলে। যা নিঃসন্দেহে একটা বড় বিষয়। ভবিষ্যতের তারকা তৈরি করতে প্রসিদ্ধ এই অ্যাকাডেমি। এই অ্যাকাডেমি থেকেই এবার ভবিষ্যতের আরও এক তারকা বেরিয়ে আসার স্বপ্ন দেখছেন ফুটবল প্রেমীরা।

আরও পড়ুন… Irani Cup Live: হর্ষ ও যশের ব্যাটে MP-র লড়াই, ৩৭২ রানে এগিয়ে ROI

প্রসঙ্গত কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনার জার্সিতে মাঠে আগেই নেমেছিলেন রোনাল্ডিনহোর পুত্র জোয়াও মেন্ডেস। এবার আনুষ্ঠানিকভাবে বাবার প্রিয় ক্লাবে যোগ দিয়েছেন ছেলে জোয়াও মেন্ডেস। নিজেদের অফিসিয়াল টুইটারে একটি পোস্ট দিয়ে বৃহস্পতিবার মেন্ডেসের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছে ক্লাব বার্সেলোনা। কাতালান ক্লাবের ‘লা মাসিয়া’ অ্যাকাডেমির জগত জোড়া প্রসিদ্ধি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে বার্সেলোনার হয়ে আন অফিশিয়ালি প্রথম ম্যাচ খেলে ফেলেন মাত্র ১৭ বছর বয়সি ব্রাজিলিয়ান ফুটবলার মেন্ডেস। প্রসঙ্গত ওই ম্যাচটিতে বার্সেলোনা দল গড়েছিল বয়সভিত্তিক। তাদের দুটি দল ‘এ’ ও ‘বি’ দলের সমন্বয়ে গড়া হয়েছিল সেই দলটি। আর সেই দলের হয়েই বার্সার জার্সি গায়ে প্রথম খেলেছিলেন তিনি‌।

আরও পড়ুন… WPL 2023: MI-কে পাঁচবার IPL ট্রফি দেওয়া রোহিতের পথেই হাঁটতে চান হরমনপ্রীত

বার্সেলোনার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার গত মাসে মুন্দো দিপোর্টিভোর একটি অনুষ্ঠানে রোনাল্ডিনহোর সঙ্গে কথা হয়। তারপরেই মেন্ডেসের ক্লাবে যোগ দেওয়ার একটা আভাস পাওয়া যায় । ওই অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার বলেছিলেন তাঁর প্রাক্তন ক্লাবে ছেলের যোগ দেওয়ার বিষয়টি তার জন্য আনন্দের বিষয়। অত্যন্ত আনন্দের বিষয়। রোনাল্ডিনহো জানিয়েছেন, ‘আমি কখনই নিজেকে ক্লাবের বাইরে ভাবি না। বার্সেলোনা আমার জীবনের অঙ্গ।যেখানেই যাব, বার্সেলোনাকে সঙ্গে নিয়ে যাব। বার্সেলোনায় আমার ছেলের আগমনে এখন আগের চেয়েও ক্লাবের সঙ্গে আরও বেশি জড়িয়ে থাকব।’ ২০০৩ সালে বার্সেলোনায় যোগ দেন রোনাল্ডিনহো। এরপর ২০০৮ সাল পর্যন্ত খেলেন রোনাল্ডডিনহো। দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ও বার্সার হয়ে জিতেছেন প্রাক্তন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। এবার মেন্ডেস লা মাসিয়া থেকে বেরিয়ে এসে কতটা নজর কাড়তে পারেন সে দিকে অবশ্যই নজর থাকবে বিশেষজ্ঞদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score