মঙ্গলবার আল তাওউনের বিপক্ষে আল নাসেরের কিংস কাপের ম্যাচে স্টপেজ টাইমে পেনাল্টি মিস করেন কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই মিসের কারণে কিংস কাপ থেকে ছিটকে গেল আল নাসের। তারা ০-১ গোলে যখন পিছিয়ে ছিল, সেই সময় ম্যাচের শেষ পর্যায়ে রোনাল্ডোর কাছে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু তিনি সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন। আল নাসের ম্যাচটি ০-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ৫ বারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো প্রায় ২ বছর আগে সৌদির এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তবে এখনও পর্যন্ত তিনি এই দলের হয়ে বড় কোনও ট্রফি জিততে পারেননি।
সৌদি আরবের প্রিমিয়ার নকআউট প্রতিযোগিতার রাউন্ড অফ ১৬-এর খেলায় আল তাওউন ২০ মিনিট বাকি থাকতে ওয়ালিদ আল আহমেদের হেডারে এগিয়ে যায়। এরপর ৯৫ মিনিটে এই আল আহমেদের ফাউলের জন্যই পেনাল্টি পায় আল নাসের। পেনাল্টি নিতে আসেন সিআর সেভেন। রোনাল্ডো এর আগে আল নাসেরের হয়ে ১৮টি পেনাল্টি থেকে গোল করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এবার তাঁর শট বারের উপর দিয়ে সোজা দর্শকদের মাঝে গিয়ে পড়ে। তারপর আর কী?
রোনাল্ডোর শট সোজা গিয়ে আঘাত করে একটি শিশুকে, যে তার মোবাইল ফোনের ক্যামেরায় প্রিয় ফুটবলারের পেনাল্টি মারার দৃশ্যটি রেকর্ড করার চেষ্টা করছিল। হাতে বল লাগার সঙ্গে সঙ্গে মোবাইলটি তার হাত থেকে পড়ে যায় এবং বলের গতি বেশি থাকায় নিজেও সে মাটিতে বসে পড়ে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
পেনাল্টি মিস করার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে রোনাল্ডোকে। ম্যাচের পরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন, লেখেন: ‘প্রতিটি চ্যালেঞ্জই বেড়ে ওঠার একটি সুযোগ।’ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আরও শক্তিশালী হয়ে ফিরে আসার। সেপ্টেম্বরে হেড কোচ হিসেবে লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হওয়ার পর স্টেফানো পিওলির এই প্রথম পরাজয়। রোনাল্ডো এবং আল নাসেরের কাছে এখনও আরও দু’টি ট্রফি জয়ের সুযোগ রয়েছে। তবে সৌদি প্রো লিগের ৮টি ম্যাচের পরে শীর্ষে থাকা আল হিলালের থেকে ইতিমধ্যে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। অন্যদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলে ৭ পয়েন্ট অর্জন করেছে আল নাসের। কোচ পিওলি বলেন, ‘টেকনিক্যালি আমরা ভালো পারফর্ম করেছিলাম কিন্তু আমরা ম্যাচ জিততে পারিনি। আমরা কিংস কাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ বোধ করছি। তবে আমাদের কাছে এখনও দু'টি ট্রফি জয়ের আশা আছে এবং আমরা সেগুলিতে আমাদের সেরাটা দেব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।