মঙ্গলবার আবারও অনুশীলনে এলেন না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার অনুপস্থিতি ম্যান ইউতে অব্যাহত রয়েছে। ইতালির ফুটবল সাংবাদিক এবং দলবদলের বিশেষজ্ঞ রোমানো জানিয়েছেন, তারকা ফুটবলার প্রিমিয়ার লিগ ক্লাবকে বলেছিলেন যে তিনি এখনও ব্যক্তিগত/পারিবারিক সমস্যায় রয়েছেন। সেই কারণেই তিনি অনুশীলনে আসতে পারবেন না। ইউনাইটেড উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বার্থ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পরেই রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই তারকা নাকি ইতিমধ্যেই ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
রোমানো নিজের টুইটারে লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রশিক্ষণে উপস্থিত হননি। ক্লাবকে তিনি বলেছিলেন যে তিনি এখনও ব্যক্তিগত/পারিবারিক সমস্যায় রয়েছেন।’ রোমানো আরও লিখেছেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এখনও তাদের জায়গায় একই অবস্থানে রয়েছে।’
আরও পড়ুন… ম্যান ইউ ছাড়ার গুঞ্জনের মধ্যে পারিবারিক সমস্যার কারণে অনুশীলনে অনুপস্থিত রোনাল্ডো
রোনাল্ডো ২০২১-২২ ক্যাম্পেইনের আগে জুভেন্টাস থেকে প্রায় ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইউনাইটেডে যোগ দিয়েছেন। ৩৭ বছর বয়সী তারকা মর্যাদা বজায় রেখেছিলেন, ২৪টি গোল করেছেন এবং ৩৮টি অ্যাসিস্ট নিবন্ধন করেছেন। যা তাকে দলের সর্বোচ্চ গোলদাতা করে তুলেছে। তার গোল সত্ত্বেও, ইউনাইটেড প্রিমিয়ার লিগের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোর এজেন্ট চেলসির সহ-মালিকের সঙ্গে 'যোগাযোগ' করার পরে রোনাল্ডো চেলসিতে যোগ দিতে পারেন বলে খবর ভেসে আসছে। গত মরশুমে চেলসি প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে ছিল কিন্তু রোমেলু লুকাকু মিসফায়ারিংয়ের কারণে ধারাবাহিক গোলদাতার অভাব ছিল। আবারও লোনে ইন্টার মিলানে যোগ দিয়ে বিদায় নিয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড। GiveMeSport-এর সাথে কথা বলার সময়, রোমানো বলেছিলেন, ‘এই মুহূর্তে, আমি চেলসির কথা উল্লেখ করব কারণ এটি সত্য যে টড বোহলির সাথে জর্জ মেন্ডেসের যোগাযোগ ছিল। আমরা জানি টড সরাসরি চেলসির জন্য সমস্ত দলবদলের ব্যবস্থা নিচ্ছেন। তাই তাদের এই সম্ভাবনার প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রিশ্চিয়ানো সম্পর্কেও আলোচনা হয়েছে।’
আরও পড়ুন… ম্যান ইউ ছাড়ার গুঞ্জনের মধ্যে পারিবারিক সমস্যার কারণে অনুশীলনে অনুপস্থিত রোনাল্ডো
এদিকে, ইউনাইটেড এই সপ্তাহে ক্রিশ্চিয়ান এরিকসেনকে সই করাতে প্রস্তুত, প্রাক্তন টটেনহ্যাম মিডফিল্ডার মৌখিকভাবে তিন বছরের চুক্তি গ্রহণ করেছেন। গত মাসে ব্রেন্টফোর্ডের সাথে তার স্বল্পমেয়াদী চুক্তি শেষ হওয়ার পর ডেনমার্ক আন্তর্জাতিক একজন ফ্রি এজেন্ট হয়েছেন। ইন্টার মিলান থেকে মুক্তি পাওয়ার পর জানুয়ারিতে এরিকসেন প্রিমিয়ার লিগে ফিরে আসেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।