আগেই টেকনিক্যাল সমস্যায় বাতিল হয়ে গিয়েছিল প্রথমবারের ড্র। সফ্টওয়্যার সমস্যায় পুনরায় হল চ্যাম্পিয়ন্স লিগের ড্র। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ড্র হয়েছিল। সেই ড্রয়ে ফুটবলবিশ্ব উচ্ছ্বসিতও হয়েছিল। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির লড়াই দেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবার ছবিটা বদলে গেল সঙ্গে বদল হল দলগুলোর প্রতিপক্ষ-ভাগ্যও। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চূড়ান্ত ড্রয়ে তারকাসমৃদ্ধ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদকে। অন্যাদিকে রোনাল্ডোর সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ।
পরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ড্র অনুষ্ঠিত হয়। তাতে কে কার প্রতিপক্ষ তা স্থির হয়। বায়ার্নের সামনে পড়ে রেড বুল স্যালজবার্গ। স্পোর্টিং-এর প্রতিপক্ষ ম্যান সিটি। বেনফিকার মুখোমুখি আয়াক্স। চেলসি-লিলের লড়াই দেখা যাবে শেষ ১৬-য়। অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে ম্যান ইউ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে ভিলারিয়ালের সঙ্গে জুভেন্তাসের লড়াই দেখা যাবে। ইন্টার মিলানের সঙ্গে লিভারপুলের ধুন্ধুমার দেখা যাবে। মেসির প্যারিস সাঁ জাঁর সামনে থাকবে রিয়াল মাদ্রিদের বাঁধা। এল ক্লাসিকোয় অতীতে রিয়ালের ডিফেন্স ভাঙতে দেখা গিয়েছিল বার্সার মেসিকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।