বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Manchester United: বয়স শুধুমাত্র সংখ্যাই, ওল্ড ট্রাফোর্ডে ফ্রি কিক থেকে গোল করে প্রমাণ রুনির

Manchester United: বয়স শুধুমাত্র সংখ্যাই, ওল্ড ট্রাফোর্ডে ফ্রি কিক থেকে গোল করে প্রমাণ রুনির

সেল্টিকের বিরুদ্ধে গোলের পর ওয়েন রুনি। (Action Images via Reuters)

ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ডস বনাম সেল্টিক লেজেন্ডস ফুটবল ম্যাচ। জয়লাভ করে সেল্টিক। তবে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে নজর কাড়লেন রুনি। 

শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ডস বনাম সেল্টিক লেজেন্ডস-এর খেলা। এদিন ৯০ মিনিট পর্যন্ত খেলার ফলাফল ছিল ১-১। এরপর পেনাল্টিতে ৫-৪ ব্যবধানে জয় লাভ করে সেল্টিক। এই ম্যাচে ফ্রি কিক থেকে অসাধারণ একটি গোল করেন প্রাক্তন ম্যান ইউ তারকা ওয়েন রুনি। শেষ দু'বছরের মধ্যে রুনি একমাত্র ইউনাইটেড ফুটবলার যে ওল্ড ট্রাফোর্ডে ফ্রি কিক থেকে গোল করলেন। মূলত এটি একটি চ্যারিটি ম্যাচ ছিল। এই খেলা থেকে প্রাপ্ত অর্থ ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশন নামক সংস্থায় জমা পড়বে।

 

নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত এদিন খেলার ফলাফল ১-১ ছিল। প্রথমার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফ্রি কিক থেকে এক অসাধারণ গোল করেন ওয়েন রুনি। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শট একেবারে নিখুঁত বাঁক নিয়ে প্রবেশ করে গোলে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল রেড ডেভিলসরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সেল্টিক। তাদের হয়ে গোল করেন গ্যারি হুপার।এরপরে আর গোল করতে পারেনি দু’পক্ষই। অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড পরিবর্তীত খেলোয়াড় হিসেবে পল স্কোলসকে নামিয়েছিলেন। কিন্তু তিনি তাদের জন্য জয়সূচক গোলটি করতে ব্যর্থ হন।  এদিনের ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল চরম। প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিল স্টেডিয়ামে। 

ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ডস একাদশের হয়ে রুনি ছাড়াও খেলেছিলেন প্রচুর প্রাক্তন তারকা ফুটবলাররা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পল স্কোলস, মাইকেল ক্যারিক, ড্যারেন ফ্লেচার ও ডেনিস ইরুইন। যদিও ফ্রি কিক থেকে গোল করে ম্যাচের যাবতীয় আকর্ষণ নিজের দিকে করে নেন রুনি।  প্রসঙ্গত, গত দু'বছরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনও খেলোয়াড় ওল্ড ট্রাফোর্ডে ফ্রি কিক থেকে গোল করতে পারেননি। শনিবার একপ্রকার সেই রেকর্ড ভাঙলেন রুনি। প্রমাণ করে দিলেন বয়স হলেও এখনও তাঁর ফুটবলার হিসেবে দক্ষতা মরচে পড়েনি। অন্যদিকে, যোগ্য দল হিসেবেই খেলা দেখায় সেল্টিক। পেনাল্টি পর্বে নিজেদের নার্ভ শান্ত রাখতে সক্ষম হন তাঁরা।  পেনাল্টিতে সেল্টিক ৫-৪ ব্যবধানে জয় লাভ করে।  ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একমাত্র পেনাল্টি মিস করেন ড্যানি ওয়েবার।  তাঁর নেওয়া শটটি সেভ করে দেন গোলকিপার লুকাস জালুস্কা। সেল্টিকের হয়ে জয়সূচক পেনাল্টিটি নেন ড্যারেন ওডিয়া। 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.