এবার বিশ্বকাপে মরু শহরের মাঠে থাকবেন না সাদিও মানে। সেনেগাল ফুটবল ফেডারেশন একথা জানিয়েছে। চোটের কারণে ২০২২ বিশ্বকাপে সেনেগালের স্কোয়াড থেকে ছিটকে গেলেন এই ফুটবল তারকা।
গত মাসে করিম বেঞ্জেমার পাশাপাশি ব্যালন ডি'ওরের জন্য মনোনীত হন মানে। সেনেগাল দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। অ্যাফ্রিকান কাপস অব নেশনসের ফাইনালে ইজিপ্টের বিরুদ্ধে গোল করেন এই ৩০ বছরের বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড। পায়ের জাদুতে নির্দ্বিধায় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি।
মানেকে অ্যাফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ারের জন্যও বেছে নেওয়া হয়েছিল। সেনেগালের হয়ে তিনি ৯২টি ম্যাচে ৩৩টি গোল করেন। এই মাসের শুরুতেই বায়ার্নের জন্য একটি ম্যাচ খেলতে গিয়ে চোট পান মানে। তবে বিশ্বকাপে খেলোয়াড় তালিকাতে প্রাথমিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল, মানে চোট থেকে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে সময়ের সাথে সাথে সেই চোট আরও গুরুতর হয়ে ওঠে।
তাঁর অনুপস্থিতির কথা এই বৃহস্পতিবার দিন স্পষ্ট করেন সেনেগাল ফুটবল ফেডারেশন। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, 'দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার যে এমআরআইয়ের রিপোর্ট সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, যেমনটা আমরা আশা করেছিলাম, তেমন ফলাফল মেলেনি। আমরা ভেবেছিলাম হয়ত দ্রুত সুস্থ হয়ে উঠবেন মানে। তবে এমআরআই দেখে তা মনে হচ্ছে না। এখনও সুস্থ হতে সময় লাগবে তাঁর।'
সেনেগাল ফুটবল ফেডারেশনের চিফ অগাস্টিন সেনঘোর এএফপিকে বলেন, 'ওঁর চোটের খবর পাওয়ার পর আমরা এরকম কিছু একটা হবে বুঝতেই পেরেছিলাম। সেইমতো প্রস্তুতি নেওয়াও শুরু করেছিলাম। আমরা ওঁর এমআরআইয়ের রিপোর্টের জন্যই অপেক্ষা করছিলাম। রিপোর্ট আসতে আমরা সকলেই এই সিদ্ধান্তে নিই, যে কোনও পরিস্থিতিতেই ওঁর স্বাস্থ্য সবকিছুর আগে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।