বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > SAFF Championship 2021: নড়বড়ে রক্ষণ, ১০ জনের বাংলাদেশের সঙ্গেও ড্র করল ভারত
সুনীলের গোলে এগিয়ে ভারত।

SAFF Championship 2021: নড়বড়ে রক্ষণ, ১০ জনের বাংলাদেশের সঙ্গেও ড্র করল ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ভারতের এটাই প্রথম ম্যাচ ছিল। এর আগে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে। তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে। আর সোমবার দশ জনে খেলেও আটকে দিলে ভারতকে। খাতায় কলমে হয়তো ম্যাচটি ড্র হয়েছে। তবে নৈতিক জয় পেয়েছে জামাল ভুঁইয়ারাই।

ফিফা ক্রম তালিকায় ভারত রয়েছে ১০৭ নম্বরে। আর ভারতের থেকে ৮২ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের (১৮৯) সঙ্গে লড়াই করতে নেমে হতাশাজনক পারফরম্যান্স ভারতের। এ দিন সুনীল ছেত্রীরা এ দিন যে খেলাটা খেললেন, তাতে বিরক্ত ভারতীয় ফুটবল মহল। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ দেখার পরে ভারতের বহু বিশেষজ্ঞই, ইগর স্টিমাচকে এখনই কোচের পদ থেকে সরানোর দাবি তুলেছেন।

04 Oct 2021, 06:36:59 PM IST

১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল ভারতকে

এ দিন ভারতের রক্ষণের পারফরম্যান্স ছিল জঘন্য। সে ভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। আর আক্রমণ ভাগ, সুনীলের গোলটি ছাড়া সে ভাবে উল্লেখযোগ্য কিছু নেই। গোটা ম্যাচে বাংলাদেশই লড়াই করে গিয়েছে। ভারত ১-০ এগিয়ে যাওয়ার পরও গোলশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। এমন কী দশ জন হয়ে যাওয়ার পরেও তারা লড়াই থামননি। বরং তেতে গিয়েছে আক্রমণের ঝড় বইয়ে দেয়। যার ফল তারা হাতেনাতে পায়। ১-১ ম্যাচ ড্র করে লিগ তালিকায় একে জায়গা করে নিল বাংলাদেশষ তিনে রয়েছেন সুনীলের ভারত। 

04 Oct 2021, 06:27:05 PM IST

খেলা শেষ, ফল ১-১

ম্যাচের ফল ১-১। ১০ জনের বাংলাদেশকে হারাতে পারল না ভারত।

04 Oct 2021, 06:19:50 PM IST

৯০ মিনিটে ফল ১-১, চার মিনিট অতিরিক্ত সময়

নির্ধারিত সময়ে খেলার শেষ। খেলার ফল ১-১। চার মিনিট অতিরিক্ত সময় দিয়েছে।

04 Oct 2021, 06:12:43 PM IST

৭৮ মিনিটে বাংলাদেশের প্লেয়ার পরিবর্তন

রাকিব হোসেনের জায়গায় নামলেন মহম্মদ রহমত মিয়া।

04 Oct 2021, 06:10:26 PM IST

৭৪ মিনিটে সমতা ফেরাল বাংলাদেশ

জামান ভুঁইয়ার একটি কর্নার থেকে উড়ে আসা একটি বল ধরে ইয়েসিন আরাফত সমতা ফেরান। ইয়েসিন একেবারে ফাঁকায় আনমার্কড অবস্থায় ছিলেন। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন তিনি।

04 Oct 2021, 06:06:48 PM IST

৭২ মিনিটে বাংলাদেশের প্লেয়ার পরিবর্তন

বিপলু আহমেদের পরিবর্ত হিসেবে মাঠে নামলেন সোহেল রানা।

04 Oct 2021, 05:56:21 PM IST

৫৯ মিনিটে ভারতের পরিবর্তন

লিস্টনকে তুলে লালেনগাউইয়াকে নামালেন স্টিমাচ। ভারত ১-০ এগিয়ে রয়েছে। বহু সুযোগ তৈর করে এবং পেয়েও গোলের মুখ খুলতে পারেনি বাংলাদেশ।

04 Oct 2021, 05:50:14 PM IST

৫৪ মিনিটে বাংলাদেশের লালকার্ড

লিস্টন কোলাসো বল নিয়ে গোলের দিকে ছুটছিলেন, তাঁকে পিছনে থেকে টেনে ফেলে দেন বাংলাদেশের বিশ্বনাথ. লালকার্ড দেখান রেফারি।

04 Oct 2021, 05:42:58 PM IST

৫২ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট

ওপেন গোল পেয়েও আর একটি সহজ সুযোগ নষ্ট করল বাংলাদেশ। রাকিব বলটা ঠিক জায়গায় রাখতে পারলে নিশ্চিত গোল ছিল।

04 Oct 2021, 05:37:49 PM IST

৪৬ মিনিটে ভারতের পরিবর্তন

অনিরুদ্ধ থাপার জায়গায় নামলেন ব্রেন্ডন ফার্নান্ডেজ।

04 Oct 2021, 05:35:39 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

বাংলাদেশ কি পারবে গোলশোধ করতে, নাকি ভারত ব্যবধান বাড়াবে? বাংলাদেশ কিন্তু গোলশোধের চেষ্টা করেছে। এদিকে ভারতের রক্ষণ নড়বড়ই করছে। তাই ব্যবধান বাড়ালেই কিছুটা স্বস্তি পাবে মেন ইন ব্লু।

04 Oct 2021, 05:12:15 PM IST

৪০ মিনিটে বাংলাদেশের পাল্টা আক্রমণ

ভারতের ডিফেন্সকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ পাল্টা আক্রমণে উঠেছিল। গোলকিপারকে একা পেয়ে শট নিলেও গুরপ্রীত অসাধারণ সেভ করেন। যদি গুরপ্রীত মিস করতেন, তবে ১-১ হয়ে যেত। এ ক্ষেত্রে হতাশ করেছেন ডিফেন্ডাররা।

04 Oct 2021, 05:10:07 PM IST

৩৯ মিনিটে সুনীলের দুরন্ত শট

বক্সের বাইরে থেকে দূরপাল্লার একটি শট নেন সুনীল। বলটি বাঁচায় বাংলাদেশের কিপার। প্রথম কর্নার পায় ভারত।

04 Oct 2021, 05:06:13 PM IST

৩০ মিনিটেও ১-০ এগিয়ে ভারত

ভারত এগিয়ে যাওয়ার পর বাংলাদেশও গোলের জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা।

04 Oct 2021, 04:59:55 PM IST

২৭ মিনিটে এগিয়ে গেল ভারত

উদান্ত সিং-এর দুরন্ত পাস থেকে অসাধারণ গোলটি করে সুনীল ছেত্রী। ভারত ১-০ এগিয়ে গেল।

04 Oct 2021, 04:51:05 PM IST

২০ মিনিটেও গোলশূন্য

ম্যাচের ২০ মিনিট হয়ে গিয়েছে, এখনও কোনও গোল হয়নি।

04 Oct 2021, 04:48:56 PM IST

বাংলাদেশের টিম

প্রথম একাদশ: রহমান জিকো (গোলকিপার), বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজি, ইয়েসিন আরাফত, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মহম্মদ ইব্রাহিম, মহম্মদ সাদ উদ্দিন, মোতিন মিয়া, রাকিব হোসেন।পরিবর্ত প্লেয়ার: আশরাফুল ইসলাম, রহমত মিয়া, সুমন রেজা, রহমান সুফিল, সোহেল রানা, জুয়েল রানা, রিয়াদুল হোসেন রাফি, টুটুল হোসেন বাদশা, রহমান ফাহত, মহম্মদ রিদয়, মহম্মদ শাহিদুল আলম। 

04 Oct 2021, 04:43:47 PM IST

ভারতের টিম

প্রথম একাদশ: গুরপ্রীত সিং (গোলকিপার), প্রীতম কোটাল, ঝিঙ্গলেন সানা, রাহুল ভেকে, শুভাশিস বসু, গ্লান মার্টিন্স, অনিরুদ্ধ থাপা, উদান্ত সিং, লিস্টন কোলাসো, মনভীর সিং, সুনীল ছেত্রী (অধিনায়ক)।পরিবর্ত প্লেয়ার: সেরিটন ফার্নান্ডেজ, লালেনগাউইয়া, ব্রেন্ডন ফার্নান্ডেজ. ফারুক চৌধুরী, ধীরজ সিং, জ্যাকসন সিং, মহম্মদ ইয়াসির, মন্দার রাও দেশাই, আব্দুল সামাদ, সুরেশ সিং, রহিম আলি, বিশাল কাইঠ।

04 Oct 2021, 04:38:20 PM IST

জয়ই লক্ষ্য

মলদ্বীপে ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে শ্রীলঙ্কাকে হারিয়েছে। তাই তারা আত্মবিশ্বাসী। এ বার তারা ভারতকে হারাতে মরিয়া। ভারতও সহজে হাল ছাড়ার পাত্র নয়। সাফ চ্যাম্পিয়নশিপের অন্য ম্যাচে মলদ্বীপকে হারিয়েছে নেপাল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! বেফাঁস হাসিন ভারতের চিকেন টিক্কা এবং পাও ভাজিতে মজেছেন SRH অধিনায়ক, এই দেশের আর কী মনে ধরেছে? কলকাতায় বড় বিপদ! বাড়িতে থাকলেও গরমে নিরাপদ নন এই সব অসুখে আক্রান্তরা 'কাজ করলে প্রচার কই'! ভোটারের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দী, আঙুল উঁচিয়ে ধমক বক্তব্য রাখার সময় সভামঞ্চেই জ্ঞান হারালেন নীতীন গড়কড়ি, মহারাষ্ট্রে তোলপাড় ঘটনা মুঠোর মধ্যে যখন কিছু ধরেন, সবচেয়ে বেশি খাটে কে? কোন আঙুল, জানলে চমকে যাবেন রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও ১৪ বার এসেছেন দার্জিলিঙে, কতটা পালটেছে ‘পাহাড়ের রানি’? ভোটের আগে শুনল HT বাংলা এই বছর প্রথম T20 WC-এ অংশ নেবে উগান্ডা, কোচ করা হল ভারতের প্রাক্তনীকে

Latest IPL News

গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.