বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > SAFF U-17 Championship: নেপালকে উড়িয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা

SAFF U-17 Championship: নেপালকে উড়িয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারতের ছোটরা

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত।

গ্রুপ লিগে এই নেপালের কাছেই ১-৩ গোলে হেরেছিল ভারত। ফাইনালে তারই বদলা নিল ভারতের যুব টিম। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০ জনের নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেছে ভারতীয় ফুটবলের ছোটরা।

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে বড় সাফল্য ছিল যুব ফুটবল দল। প্রতিবেশী দেশ নেপালকে উড়িয়ে সাফ কাপ চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৭ টিম। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন দেশের ছোটরা। ভারতের হয়ে চারটি গোল করেছেন ববি সিং, কোরোও সিং, ভানলাপেকা গুইতে এবং আমান।

গ্রুপ লিগে এই নেপালের কাছেই ১-৩ গোলে হেরেছিল ভারত। ফাইনালে তারই বদলা নিল ভারতের যুব টিম। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০ জনের নেপালকে রীতিমতো নাস্তানাবুদ করেছে ভারতীয় ফুটবলের ছোটরা। এই জয়ের হাত ধরে শিরোপা ধরে রাখল ভারত।

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই ভারতে কাফু, কলকাতায় আসবেন বিশ্বজয়ী অধিনায়ক? জোর জল্পনা ময়দানে

শুরু থেকে ভারত আক্রমণাত্মক মেজাজে ছিল। যার ফল তারা পায় ম্যাচের ১৮ মিনিটে। ভারতকে এগিয়ে দেয় ববি সিং। রিকি মিতেই এর পাস ভানলালপেকা গুইতেকে দিলে, তরুণ তারকা আবার সেই বল বাড়িয়ে দেয় আনমার্কড ববি সিংয়ের দিকে। গোল করতে কোনও ভুল করেনি ববি।

ওর ১২ মিনিট পরে ভানলালপেকা আরও একটি গোল করতে সহায়তা করে। ভানলালপেকা থ্রু বল বাড়ায় কোরোও সিং-এর দিকে। বলটা এক সুন্দর সাজিয়ে দিয়েছিল ভানলালপেকা, শুধু কোরোও-কে বলটা গোলে রাখতে হয়েছিল।

আরও পড়ুন: ৯০মিনিটে বিপিনের গোলে স্বপ্নভঙ্গ মহমেডানের, প্রথম বার ফাইনালে মুম্বই

ভারত ২-০ এগিয়ে গেলে, নেপাল একেবারে তেড়েফুড়ে ওঠে। আক্রমণের গতি বাড়ায় তারা। গোলশোধ করতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল। তবে সব আক্রণই মাঝমাঠে এসে ধাক্কা খাচ্ছিল। ভারতের মাঝমাঠের সঙ্গে টেক্কা দিতে পারেনি তারা। তবে গোলশোধের বাড়তি তাগিদ দেখাতে গিয়েই ভুলটা করে বসে নেপাল। নেপাল অধিনায়ক প্রশান্ত লক্ষম ইচ্ছাকৃত কনুই মারে ভারতের ড্য়ানি লাইশারামকে। যার ফলে তাকে লাল কার্ড দেখতে হয়। মাত্র ৩৯ মিনিটেই ১০ জন হয়ে যায় নেপাল। আর তাতেই চাপে পড়ে গিয়ে বেহাল হয়ে যায় নেপালের ফুটবলাররা।

এ দিকে ২-০ গোলে এগিয়ে থাকা ভারত আরও সুবিধে পেয়ে যায়। তারা আক্রমণের গতি বাড়ায়। ৬৩ মিনিটে ভানলালপেকা গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল করেন। নেপালের দ্বিতীয়ার্ধে পরিবর্তে নামা ধন সিং শেষ মিনিটে তার দলের জন্য কয়েকটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। অন্য প্রান্তে, ভারতের দ্বিতীয়ার্ধের পরিবর্ত আমান ইনজুরি টাইমে আবার চতুর্থ গোলটি করে যায়। শেষ পর্যন্ত ৪-০ জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.